পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাডভোকেট মো. শাহরিয়ারসহ তিনজন পথচারী আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি।
বুধবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে শহরের স্বনির্ভর রোডের জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক দপ্তরে হামলা করা হয়। এ সময় সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি।
এদিকে এ হামলার ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে লাঠিপেটা করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পটুয়াখালীর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘এ সরকারের পতনের দাবিতে সারা দেশ যখন আন্দোলনে উত্তাল এবং আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে সবাই যখন প্রস্তুত, তখন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। সন্ত্রাসী ক্যাডাররা শুধু দলীয় কার্যালয় হামলা-ভাঙচুরই করেনি। প্রথমে আমার ব্যবসায়িক দপ্তরে হামলা করে এবং সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কোনো হামলা-মামলা এবং ভাঙচুর করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
এ নিয়ে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেলের সঙ্গে মোবাইলে একাধিকবার কল করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, ‘এটা বিএনপির অভ্যন্তরীণ ঘটনা। সাবেক মন্ত্রী আলতাফ চৌধুরী এবং পিনু-কুট্টি গ্রুপের বিরোধের জেরে ঘটেছে। তাদের এ ঘটনা এখন আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে চায়।’
পটুয়াখালী সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাডভোকেট মো. শাহরিয়ারসহ তিনজন পথচারী আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি।
বুধবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে শহরের স্বনির্ভর রোডের জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক দপ্তরে হামলা করা হয়। এ সময় সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি।
এদিকে এ হামলার ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে লাঠিপেটা করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পটুয়াখালীর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘এ সরকারের পতনের দাবিতে সারা দেশ যখন আন্দোলনে উত্তাল এবং আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে সবাই যখন প্রস্তুত, তখন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। সন্ত্রাসী ক্যাডাররা শুধু দলীয় কার্যালয় হামলা-ভাঙচুরই করেনি। প্রথমে আমার ব্যবসায়িক দপ্তরে হামলা করে এবং সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কোনো হামলা-মামলা এবং ভাঙচুর করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
এ নিয়ে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেলের সঙ্গে মোবাইলে একাধিকবার কল করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, ‘এটা বিএনপির অভ্যন্তরীণ ঘটনা। সাবেক মন্ত্রী আলতাফ চৌধুরী এবং পিনু-কুট্টি গ্রুপের বিরোধের জেরে ঘটেছে। তাদের এ ঘটনা এখন আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে চায়।’
পটুয়াখালী সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে