নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গত বুধবার রাতে হামলা হয়েছে। মোটরসাইকেলে আগত কয়েকজন যুবক বাসার প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নাসরিন এ ঘটনার জন্য দলেরই একটি অংশকে দায়ী করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষাভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
এদিকে নাসরিনের বাসায় হামলার প্রতিবাদে দলের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করলেও মহানগর বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে যাননি।
এ প্রসঙ্গে নাসরিন জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাসায় হামলা হয়। তখন তিনি বাসায় ছিলেন না। কয়েকটি মোটরসাইকেলে এসে একদল যুবক তাঁর বাসায় হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে গেটের ওপর আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
নাসরিন সন্দেহ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিন আগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আমি দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। এর জেরে আমার বাসায় হামলা হতে পারে।’ তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. মামুন বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসার দরজার ওপর কোপের আঘাত দেখেছেন। এ ছাড়া বাসার সামনে ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়। নাসরিন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নাসরিন হামলাকারী শনাক্ত করতে পারলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বরিশাল মহানগর বিএনপির কমিটি স্পষ্টত দুটি ভাগে বিভক্ত। একটি আহ্বায়ক ও অপরটি সদস্যসচিবের গ্রুপ।

বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গত বুধবার রাতে হামলা হয়েছে। মোটরসাইকেলে আগত কয়েকজন যুবক বাসার প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নাসরিন এ ঘটনার জন্য দলেরই একটি অংশকে দায়ী করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষাভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
এদিকে নাসরিনের বাসায় হামলার প্রতিবাদে দলের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করলেও মহানগর বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে যাননি।
এ প্রসঙ্গে নাসরিন জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাসায় হামলা হয়। তখন তিনি বাসায় ছিলেন না। কয়েকটি মোটরসাইকেলে এসে একদল যুবক তাঁর বাসায় হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে গেটের ওপর আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
নাসরিন সন্দেহ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিন আগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আমি দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। এর জেরে আমার বাসায় হামলা হতে পারে।’ তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. মামুন বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসার দরজার ওপর কোপের আঘাত দেখেছেন। এ ছাড়া বাসার সামনে ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়। নাসরিন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নাসরিন হামলাকারী শনাক্ত করতে পারলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বরিশাল মহানগর বিএনপির কমিটি স্পষ্টত দুটি ভাগে বিভক্ত। একটি আহ্বায়ক ও অপরটি সদস্যসচিবের গ্রুপ।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২২ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩২ মিনিট আগে