নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের তেমন প্রভাব পড়েনি বরিশাল ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকা হাতিয়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে দুটি এলাকাতেই এক দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সারা দেশের নৌ চলাচল। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এ এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক ছিল, তা বর্তমানে কেটে গেছে।
আজ বুধবার সকাল ৭টায় হাতিয়ার চতলার ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায় বার আউলিয়া নামের একটি যাত্রীবাহী ট্রলার। এ ছাড়া উপজেলার বিভিন্ন ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার ও স্পিডবোট ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে।
অন্যদিকে সকাল ৮টা থেকে বরিশাল থেকেও সব রুটে সব ধরনের নৌ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন নৌবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে, সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।’
হাতিয়া উপকূলের স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় হামুন হাতিয়া উপকূলে আঘাত হানবে—আবহাওয়া অফিসের এমন তথ্যে হাতিয়ার বাসিন্দাদের মধ্যে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আতঙ্ক কাজ করছিল। নদীর তীরের দোকানপাট থেকে বিকেলের মধ্যে সব মালামাল নিরাপদে সরিয়ে নেন ব্যবসায়ীরা। মেঘনার পাশে বসতি থাকা অনেকেই সরে যান নিরাপদ আশ্রয়ে। তবে আজ বুধবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল পরিবেশে স্বস্তি ফিরে দ্বীপবাসীর মধ্যে।
সকালে সরেজমিন দেখা যায়, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের ভিড়। এদের মধ্যে চট্টগ্রাম থেকে নিঝুমদ্বীপে আসা পর্যটকেরা নদী পার হচ্ছেন। তাঁরা জানান, গতকাল দুপুরে ঘাট থেকে ফিরে গেছেন। সকালে নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় এখন নদী পার হচ্ছেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘হামুনের তেমন প্রভাব পড়েনি হাতিয়ায়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সকাল থেকে যাত্রীরা বিভিন্ন রুটে চলাচল করছে।’
প্রায় একই রকম পরিস্থিতি বরিশালেও। দিনভর নগরীসহ আশপাশের আবহাওয়া ছিল স্বাভাবিক। ঝড়ে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। গতকাল দিবাগত মধ্যরাত থেকে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে যায়।
আজ সকালে নৌবন্দর ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে ছুটছেন।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। তবে ঘূর্ণিঝড়-পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের তেমন প্রভাব পড়েনি বরিশাল ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকা হাতিয়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে দুটি এলাকাতেই এক দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সারা দেশের নৌ চলাচল। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এ এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক ছিল, তা বর্তমানে কেটে গেছে।
আজ বুধবার সকাল ৭টায় হাতিয়ার চতলার ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায় বার আউলিয়া নামের একটি যাত্রীবাহী ট্রলার। এ ছাড়া উপজেলার বিভিন্ন ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার ও স্পিডবোট ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে।
অন্যদিকে সকাল ৮টা থেকে বরিশাল থেকেও সব রুটে সব ধরনের নৌ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন নৌবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে, সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।’
হাতিয়া উপকূলের স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় হামুন হাতিয়া উপকূলে আঘাত হানবে—আবহাওয়া অফিসের এমন তথ্যে হাতিয়ার বাসিন্দাদের মধ্যে গতকাল মঙ্গলবার দিনব্যাপী আতঙ্ক কাজ করছিল। নদীর তীরের দোকানপাট থেকে বিকেলের মধ্যে সব মালামাল নিরাপদে সরিয়ে নেন ব্যবসায়ীরা। মেঘনার পাশে বসতি থাকা অনেকেই সরে যান নিরাপদ আশ্রয়ে। তবে আজ বুধবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল পরিবেশে স্বস্তি ফিরে দ্বীপবাসীর মধ্যে।
সকালে সরেজমিন দেখা যায়, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের ভিড়। এদের মধ্যে চট্টগ্রাম থেকে নিঝুমদ্বীপে আসা পর্যটকেরা নদী পার হচ্ছেন। তাঁরা জানান, গতকাল দুপুরে ঘাট থেকে ফিরে গেছেন। সকালে নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় এখন নদী পার হচ্ছেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘হামুনের তেমন প্রভাব পড়েনি হাতিয়ায়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সকাল থেকে যাত্রীরা বিভিন্ন রুটে চলাচল করছে।’
প্রায় একই রকম পরিস্থিতি বরিশালেও। দিনভর নগরীসহ আশপাশের আবহাওয়া ছিল স্বাভাবিক। ঝড়ে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। গতকাল দিবাগত মধ্যরাত থেকে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে যায়।
আজ সকালে নৌবন্দর ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে ছুটছেন।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। তবে ঘূর্ণিঝড়-পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে