Ajker Patrika

নোঙর করা নিয়ে প্রতিযোগিতা, দুই লঞ্চের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৭ জুলাই ২০২২, ২১: ২৫
নোঙর করা নিয়ে প্রতিযোগিতা, দুই লঞ্চের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী এমভি ধুলিয়া এবং এমভি বন্ধন লঞ্চের সংঘর্ষে মার্জিয়া নামে দুই বছরের এক শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যক্তিদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে বিকেল ৪টায় এমভি ধুলিয়া ও এমভি বন্ধন নামে দুটি ডাবল ডেকার লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ দুটি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করা নিয়ে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বন্ধন লঞ্চটি পন্টুনে আগে নোঙর করলে ধুলিয়া লঞ্চটি সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশু মার্জিয়া। মার্জিয়াসহ মেহেদি হামান (৩২) ও আশ্রাফ গাজীকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত