
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী এমভি ধুলিয়া এবং এমভি বন্ধন লঞ্চের সংঘর্ষে মার্জিয়া নামে দুই বছরের এক শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যক্তিদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে বিকেল ৪টায় এমভি ধুলিয়া ও এমভি বন্ধন নামে দুটি ডাবল ডেকার লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ দুটি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করা নিয়ে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বন্ধন লঞ্চটি পন্টুনে আগে নোঙর করলে ধুলিয়া লঞ্চটি সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশু মার্জিয়া। মার্জিয়াসহ মেহেদি হামান (৩২) ও আশ্রাফ গাজীকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী এমভি ধুলিয়া এবং এমভি বন্ধন লঞ্চের সংঘর্ষে মার্জিয়া নামে দুই বছরের এক শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যক্তিদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে বিকেল ৪টায় এমভি ধুলিয়া ও এমভি বন্ধন নামে দুটি ডাবল ডেকার লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ দুটি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করা নিয়ে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বন্ধন লঞ্চটি পন্টুনে আগে নোঙর করলে ধুলিয়া লঞ্চটি সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশু মার্জিয়া। মার্জিয়াসহ মেহেদি হামান (৩২) ও আশ্রাফ গাজীকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৬ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
৯ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে