নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন হোসাইন মোহাম্মদ আলী (২৬)। দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগদান করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের এই যুবক।
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লাবোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাঁদের মধ্যে ছিলেন বরিশালের সন্তান হোসাইন মোহাম্মদ আলীও। আলীর স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন।
আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, আলীর গ্রামের বাড়িতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন জিপিএ-৫ পেয়ে। এরপর ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগদান করেন ২০২০ সালে। দুই মাস আগে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন আলী।
মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে নাবিক মো. আলী হোসেনের পরিবার।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি গতকাল বুধবার সাংবাদিকদের বলছেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই আহাজারি করেন মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা গতকাল বলছেন, ‘সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তার।’

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন হোসাইন মোহাম্মদ আলী (২৬)। দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগদান করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের এই যুবক।
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লাবোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাঁদের মধ্যে ছিলেন বরিশালের সন্তান হোসাইন মোহাম্মদ আলীও। আলীর স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন।
আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, আলীর গ্রামের বাড়িতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন জিপিএ-৫ পেয়ে। এরপর ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগদান করেন ২০২০ সালে। দুই মাস আগে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন আলী।
মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে নাবিক মো. আলী হোসেনের পরিবার।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি গতকাল বুধবার সাংবাদিকদের বলছেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই আহাজারি করেন মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা গতকাল বলছেন, ‘সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তার।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৭ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে