হঠাৎ করে পেট্রল উধাও হয়ে গেছে পটুয়াখালীর দশমিনায় উপজেলায়। শনিবার সকাল থেকে উপজেলার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। পেট্রল সংকটের অজুহাতে পেট্রলচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মাঝে।
উপজেলার নলখোলা বন্দরের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মহিউদ্দিন, স্বপন ও রিফাত জানান—গত দুই দিন ধরে দশমিনার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। আবার দুই-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেওয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে প্রতি লিটার পেট্রল আগে বিক্রি হতো ৯০ টাকা দরে এখন তা এখন বেড়ে হয়েছে এক শ টাকা। তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, সিন্ডিকেট করে পেট্রলের দাম বাড়ানো হচ্ছে।
উপজেলা সদরের তেল ব্যবসায়ী মো. কবির ও নাসির উদ্দিন জানান, তাঁরা দুই দিন ধরে পাইকারি দরে পেট্রল কিনতে পারছেন না। ডিলারদের কাছে বারবার ফোন করলেও তাঁরা জানাচ্ছেন—পেট্রলের সরবরাহ নেই।
নয়ন ও সবুজ নামে দুই যাত্রীর অভিযোগ, দশমিনায় পেট্রল না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দশমিনা সদর থেকে আগে পটুয়াখালীর লোহালিয়া পর্যন্ত মোটরসাইকেলে আগে ভাড়া ছিল দেড় শ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ শ থেকে ২ শ ৪০ টাকা। এতে যাত্রীরা ও বিভিন্ন বাহন চালকেরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এ প্রতিনিধিকে বলেন, দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলার ব্যবসায়ীদের ডেকে সচেতন করা হবে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে