
ভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তাঁরা গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়ছেন। এই সুযোগে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাস চলাচল বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের একটু ভোগান্তি হবেই। সব আন্দোলনেই সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
সকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সরেজমিন দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা হেঁটে, অটোরিকশায় চড়ে বা মাইক্রোবাসে করে গন্তব্যে যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া নিয়ে অটোরিকশার চালক ও যাত্রীদের মধ্যে বিতণ্ডা হতেও দেখা গেছে।
বাসস্ট্যান্ডে কথা হয় ইব্রাহিম নামের এক ব্যবসায়ীর সঙ্গে। ইব্রাহিম স্ত্রী-সন্তানসহ পরিবারের চার সদস্য নিয়ে বোরহানউদ্দিন যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সদর উপজেলার শিবপুরের বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘এক আত্মীয় অসুস্থ। তাঁকে দেখতে বোরহানউদ্দিন যাচ্ছি। বাসস্ট্যান্ডে এসে শুনি বাস বন্ধ। তাই বাধ্য হয়ে ২০০ টাকায় অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি রোগী দেখতে।’
সূর্য বিবি নামের এক গৃহিণী বলেন, ‘আমার বাড়ি লালমোহন উপজেলার দেবীর চরে। চিকিৎসার জন্য ভোলায় এসেছি। বাস চলাচল না করায় সকাল ৭টার দিকে অটোরিকশা দিয়ে প্রথমে বোরহানউদ্দিন এবং সেখান থেকে আবার অটোরিকশায় চড়ে ভোলায় এসেছি। এভাবে ভেঙে ভেঙে আসতে খরচ হয়েছে ১৫০ টাকা। অথচ বাসে আসলে খরচ হতো ৮০ টাকা। এখন বাড়ি ফিরতেও একইভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এতে করে খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।’

এনিয়ে কথা হলে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিবুল্লাহ বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছি না। ভোলা থেকে বোরহানউদ্দিনে আগে জনপ্রতি ভাড়া নিতাম ৮০ টাকা। বাস বন্ধ থাকায় এখন নেই ১০০ টাকা।’
এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ দুপুরে বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে বাস ও সিএনজিশ্রমিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ, গতকাল রোববার বিকেলে ভোলার বাংলাবাজারসংলগ্ন এলাকায় গাড়ির পাশ কাটানোকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায়ও সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ-সাতজন আহত হন। এরপর সন্ধ্যার দিকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে