Ajker Patrika

মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  
মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
নদী থেকে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শিশুর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিশু রায়হান মল্লিক (১১) উপজেলার নলছিটি পৌর এলাকার গৌরীপাশা গ্রামের মোহাম্মদ আলী মল্লিকের ছেলে। সে মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদ্রাসার নুরানি শাখার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহটি ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে উদ্ধার করেন। খবর পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন।

গত মঙ্গলবার সকালে প্রতিবেশী বিপ্লবের সঙ্গে মাছ ধরতে যায় শিশু রায়হান। এ সময় উপজেলার গৌরীপাশা এলাকার রিয়াজ ইটভাটাসংলগ্ন সুগন্ধা নদীতে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৫-এর ধাক্কায় নৌকা ভেঙে নদীতে তলিয়ে যায়। বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু রায়হান।

নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে নলছিটি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত