পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত শিক্ষকেরা হলেন গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী, পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল হাসান ও চরটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব বাকী বিল্লাহ ফরাজী, তাঁর ছোট ভাই শফিউল্লাহ ফরাজীসহ কয়েকজন যুবক।
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যসচিব নেছার আহমেদ বলেন, ‘আমাদের এক শিক্ষকের সঙ্গে দুই দিন আগে বাগ্বিতণ্ডা হয় শফিউল্লাহ ফরাজীর সঙ্গে। সেই বিষয় নিয়ে সালিসি বৈঠকের নির্ধারিত তারিখ থাকায় আমরা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বাকী বিল্লাহ ফরাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা তিনজন সহকারী শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাঁদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’
অভিযোগের বিষয়ে অস্বীকার করে বাকী বিল্লাহ ফরাজী সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে যাওয়ার পথে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা আমার ওপর হামলা করে। এ সময় আমার সঙ্গে হাতাহাতি হয়েছে।’
আহত সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, তিনজন শিক্ষককে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন শিক্ষককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাঁদের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত শিক্ষকেরা হলেন গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী, পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল হাসান ও চরটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব বাকী বিল্লাহ ফরাজী, তাঁর ছোট ভাই শফিউল্লাহ ফরাজীসহ কয়েকজন যুবক।
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যসচিব নেছার আহমেদ বলেন, ‘আমাদের এক শিক্ষকের সঙ্গে দুই দিন আগে বাগ্বিতণ্ডা হয় শফিউল্লাহ ফরাজীর সঙ্গে। সেই বিষয় নিয়ে সালিসি বৈঠকের নির্ধারিত তারিখ থাকায় আমরা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ বাকী বিল্লাহ ফরাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা তিনজন সহকারী শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাঁদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’
অভিযোগের বিষয়ে অস্বীকার করে বাকী বিল্লাহ ফরাজী সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে যাওয়ার পথে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা আমার ওপর হামলা করে। এ সময় আমার সঙ্গে হাতাহাতি হয়েছে।’
আহত সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, তিনজন শিক্ষককে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন শিক্ষককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাঁদের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২২ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে