নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মহাসড়ক অবরোধ করায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচিতে এই লাঠিপেটা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন শাহবাজ আশরাফি, আয়নান চৌধুরী, সচেতন, অনুপম, বদর, মহিবুল্লাহ, আদিত্য কুণ্ডু, রাকিব মিয়া, মেহেদি হাসান, মাহবুব ও নয়ন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের দাবিতে আজ সকাল ১০টায় বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করা হয়। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের লাঠিপেটা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পরে তাঁরা সরে গেলে চার ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সেখান থেকে শিক্ষার্থীরা বেলা ২টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসের মাঠে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ই এইচ ইরান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটির অদলে স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। পূর্বঘোষণা অনুযায়ী আমরা বরিশাল-ভোলা সড়কে অবস্থান নিই। এ সময় আমাদের ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। এতে কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ১২ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর।’
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বরিশাল-ভোলা সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে যতটুকু করা দরকার, ততটুকুই করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। তাঁদের একটি প্রতিনিধিদল জেলা ও বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করবে।’
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের এক দফা দাবি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে।

মহাসড়ক অবরোধ করায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচিতে এই লাঠিপেটা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন শাহবাজ আশরাফি, আয়নান চৌধুরী, সচেতন, অনুপম, বদর, মহিবুল্লাহ, আদিত্য কুণ্ডু, রাকিব মিয়া, মেহেদি হাসান, মাহবুব ও নয়ন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের দাবিতে আজ সকাল ১০টায় বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করা হয়। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের লাঠিপেটা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পরে তাঁরা সরে গেলে চার ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সেখান থেকে শিক্ষার্থীরা বেলা ২টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসের মাঠে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ই এইচ ইরান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটির অদলে স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। পূর্বঘোষণা অনুযায়ী আমরা বরিশাল-ভোলা সড়কে অবস্থান নিই। এ সময় আমাদের ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। এতে কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ১২ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর।’
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বরিশাল-ভোলা সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে যতটুকু করা দরকার, ততটুকুই করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। তাঁদের একটি প্রতিনিধিদল জেলা ও বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করবে।’
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের এক দফা দাবি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা চলছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে