বরিশাল প্রতিনিধি

নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে নগরীর সদর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে।
সমাবেশে বক্তারা বলে, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে কাঠামোগত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সারা দেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। এ অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
বিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হলে সড়কটি অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিজন সিকদার বলেন, ‘আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সরে যাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।’
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, ‘বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তাঁর দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।’

নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে নগরীর সদর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে।
সমাবেশে বক্তারা বলে, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে কাঠামোগত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সারা দেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। এ অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
বিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হলে সড়কটি অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিজন সিকদার বলেন, ‘আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সরে যাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।’
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, ‘বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তাঁর দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে