নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় আসামি গ্রেপ্তারে যাওয়া মুলাদী থানা-পুলিশ সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুটি দেশি পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসা, তিনটি রড, তিনটি রামদা ও চারটি কিরিচ জব্দ করা হয়েছে।
পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালিয়ে তাদের ঘিরে ফেলে। তারা দেশি অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের।
আজ রোববার দুপুরে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫), একই এলাকার মানিক সরদার (৪২), ভোলা সদরের রাজাপুর কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা আলম মীর (৫০), মাসুম সরদার (২৬), জুয়েল বেপারী (৩৫) ও মেহেদী হাসান মাঝি (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আরও বলেন, মারধর করে সম্পদ হাতিয়ে নেওয়া, বাধাদানসহ বিভিন্ন ধারায় হওয়া মামলার আসামি গ্রেপ্তারে মুলাদী থানা-পুলিশ কানাবগীর চরে অভিযান চালায়। চরের রাজীব চৌধুরীর চর পাহাড়া ঘরের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশ তখন পাল্টা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরটি ঘিরে ফেলে। পরে টিনের ঘরটি তল্লাশি করে দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশালের হিজলা উপজেলায় আসামি গ্রেপ্তারে যাওয়া মুলাদী থানা-পুলিশ সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুটি দেশি পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসা, তিনটি রড, তিনটি রামদা ও চারটি কিরিচ জব্দ করা হয়েছে।
পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালিয়ে তাদের ঘিরে ফেলে। তারা দেশি অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের।
আজ রোববার দুপুরে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫), একই এলাকার মানিক সরদার (৪২), ভোলা সদরের রাজাপুর কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা আলম মীর (৫০), মাসুম সরদার (২৬), জুয়েল বেপারী (৩৫) ও মেহেদী হাসান মাঝি (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আরও বলেন, মারধর করে সম্পদ হাতিয়ে নেওয়া, বাধাদানসহ বিভিন্ন ধারায় হওয়া মামলার আসামি গ্রেপ্তারে মুলাদী থানা-পুলিশ কানাবগীর চরে অভিযান চালায়। চরের রাজীব চৌধুরীর চর পাহাড়া ঘরের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশ তখন পাল্টা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরটি ঘিরে ফেলে। পরে টিনের ঘরটি তল্লাশি করে দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১১ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে