বরিশালের হিজলা উপজেলায় আসামি গ্রেপ্তারে যাওয়া মুলাদী থানা-পুলিশ সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুটি দেশি পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসা, তিনটি রড, তিনটি রামদা ও চারটি কিরিচ জব্দ করা হয়েছে।
পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালিয়ে তাদের ঘিরে ফেলে। তারা দেশি অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের।
আজ রোববার দুপুরে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫), একই এলাকার মানিক সরদার (৪২), ভোলা সদরের রাজাপুর কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা আলম মীর (৫০), মাসুম সরদার (২৬), জুয়েল বেপারী (৩৫) ও মেহেদী হাসান মাঝি (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আরও বলেন, মারধর করে সম্পদ হাতিয়ে নেওয়া, বাধাদানসহ বিভিন্ন ধারায় হওয়া মামলার আসামি গ্রেপ্তারে মুলাদী থানা-পুলিশ কানাবগীর চরে অভিযান চালায়। চরের রাজীব চৌধুরীর চর পাহাড়া ঘরের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশ তখন পাল্টা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরটি ঘিরে ফেলে। পরে টিনের ঘরটি তল্লাশি করে দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে