প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে বরিশালের বাবুগঞ্জে যানবাহন কম থাকলেও মানুষের চলাচল বেড়েছে। ব্যাংকসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ফলে গত তিন দিনের তুলনায় আজ সোমবার রাস্তায় মানুষের চলাচল বেশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
গতকাল রোববার সকাল থেকেই সড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হচ্ছে কি না, বিষয়টির তদারক করছে পুলিশ। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এত কড়াকড়ির মধ্যেও অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হয়েছে।
রাস্তায় ঘুরে বেড়ানো এক তরুণ বলেন, ‘কলেজ বন্ধ, বাসায় বসে থাকতে ভালো লাগে না। তাই একটু বাইরে এসেছি। লকডাউন কেমন হচ্ছে, সেটাও দেখছি।’
উপজেলার কলেজগেট এলাকায় সুমন নামের এক ব্যক্তি বলেন, ‘লাইব্রেরি থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট নিতে হবে। তাই বাইরে এসেছি।’
উপজেলার নতুনহাট এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা বাবুগঞ্জ থানার এসআই মো. আজাদ বলেন, ‘গত তিন দিনের তুলনায় স্বাভাবিকভাবেই আজ মানুষের চলাচল কিছুটা বেড়েছে। যেহেতু ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠান খুলেছে। বাইরে আসার অনেক কারণ থাকতে পারে বলে আমরা এটা মানছি। কিন্তু সেই কারণটা যথাযথ ও বিশ্বাসযোগ্য হলে তাঁদের যেতে দিচ্ছি। ব্যাংকের কর্মকর্তা, চিকিৎসকসহ জরুরি সেবার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের যেতে দিচ্ছি। যাঁরা অকারণে বাইরে এসে ঘোরাফেরা করছেন, তাঁদের জরিমানা করছি।’

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে বরিশালের বাবুগঞ্জে যানবাহন কম থাকলেও মানুষের চলাচল বেড়েছে। ব্যাংকসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ফলে গত তিন দিনের তুলনায় আজ সোমবার রাস্তায় মানুষের চলাচল বেশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
গতকাল রোববার সকাল থেকেই সড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হচ্ছে কি না, বিষয়টির তদারক করছে পুলিশ। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এত কড়াকড়ির মধ্যেও অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হয়েছে।
রাস্তায় ঘুরে বেড়ানো এক তরুণ বলেন, ‘কলেজ বন্ধ, বাসায় বসে থাকতে ভালো লাগে না। তাই একটু বাইরে এসেছি। লকডাউন কেমন হচ্ছে, সেটাও দেখছি।’
উপজেলার কলেজগেট এলাকায় সুমন নামের এক ব্যক্তি বলেন, ‘লাইব্রেরি থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট নিতে হবে। তাই বাইরে এসেছি।’
উপজেলার নতুনহাট এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা বাবুগঞ্জ থানার এসআই মো. আজাদ বলেন, ‘গত তিন দিনের তুলনায় স্বাভাবিকভাবেই আজ মানুষের চলাচল কিছুটা বেড়েছে। যেহেতু ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠান খুলেছে। বাইরে আসার অনেক কারণ থাকতে পারে বলে আমরা এটা মানছি। কিন্তু সেই কারণটা যথাযথ ও বিশ্বাসযোগ্য হলে তাঁদের যেতে দিচ্ছি। ব্যাংকের কর্মকর্তা, চিকিৎসকসহ জরুরি সেবার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের যেতে দিচ্ছি। যাঁরা অকারণে বাইরে এসে ঘোরাফেরা করছেন, তাঁদের জরিমানা করছি।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৩ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে