প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে বরিশালের বাবুগঞ্জে যানবাহন কম থাকলেও মানুষের চলাচল বেড়েছে। ব্যাংকসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ফলে গত তিন দিনের তুলনায় আজ সোমবার রাস্তায় মানুষের চলাচল বেশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
গতকাল রোববার সকাল থেকেই সড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হচ্ছে কি না, বিষয়টির তদারক করছে পুলিশ। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এত কড়াকড়ির মধ্যেও অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হয়েছে।
রাস্তায় ঘুরে বেড়ানো এক তরুণ বলেন, ‘কলেজ বন্ধ, বাসায় বসে থাকতে ভালো লাগে না। তাই একটু বাইরে এসেছি। লকডাউন কেমন হচ্ছে, সেটাও দেখছি।’
উপজেলার কলেজগেট এলাকায় সুমন নামের এক ব্যক্তি বলেন, ‘লাইব্রেরি থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট নিতে হবে। তাই বাইরে এসেছি।’
উপজেলার নতুনহাট এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা বাবুগঞ্জ থানার এসআই মো. আজাদ বলেন, ‘গত তিন দিনের তুলনায় স্বাভাবিকভাবেই আজ মানুষের চলাচল কিছুটা বেড়েছে। যেহেতু ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠান খুলেছে। বাইরে আসার অনেক কারণ থাকতে পারে বলে আমরা এটা মানছি। কিন্তু সেই কারণটা যথাযথ ও বিশ্বাসযোগ্য হলে তাঁদের যেতে দিচ্ছি। ব্যাংকের কর্মকর্তা, চিকিৎসকসহ জরুরি সেবার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের যেতে দিচ্ছি। যাঁরা অকারণে বাইরে এসে ঘোরাফেরা করছেন, তাঁদের জরিমানা করছি।’

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে বরিশালের বাবুগঞ্জে যানবাহন কম থাকলেও মানুষের চলাচল বেড়েছে। ব্যাংকসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ফলে গত তিন দিনের তুলনায় আজ সোমবার রাস্তায় মানুষের চলাচল বেশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
গতকাল রোববার সকাল থেকেই সড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হচ্ছে কি না, বিষয়টির তদারক করছে পুলিশ। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এত কড়াকড়ির মধ্যেও অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বের হয়েছে।
রাস্তায় ঘুরে বেড়ানো এক তরুণ বলেন, ‘কলেজ বন্ধ, বাসায় বসে থাকতে ভালো লাগে না। তাই একটু বাইরে এসেছি। লকডাউন কেমন হচ্ছে, সেটাও দেখছি।’
উপজেলার কলেজগেট এলাকায় সুমন নামের এক ব্যক্তি বলেন, ‘লাইব্রেরি থেকে এসএসসির অ্যাসাইনমেন্ট নিতে হবে। তাই বাইরে এসেছি।’
উপজেলার নতুনহাট এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা বাবুগঞ্জ থানার এসআই মো. আজাদ বলেন, ‘গত তিন দিনের তুলনায় স্বাভাবিকভাবেই আজ মানুষের চলাচল কিছুটা বেড়েছে। যেহেতু ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠান খুলেছে। বাইরে আসার অনেক কারণ থাকতে পারে বলে আমরা এটা মানছি। কিন্তু সেই কারণটা যথাযথ ও বিশ্বাসযোগ্য হলে তাঁদের যেতে দিচ্ছি। ব্যাংকের কর্মকর্তা, চিকিৎসকসহ জরুরি সেবার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের যেতে দিচ্ছি। যাঁরা অকারণে বাইরে এসে ঘোরাফেরা করছেন, তাঁদের জরিমানা করছি।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৫ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে