পটুয়াখালী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীতে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মাঝে ‘এক টাকায় ইফতার’ বিতরণ করছে ‘পটুয়াখালীবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করে ‘পটুয়াখালীবাসী’ সংগঠনের সদস্যরা। সমাজের বিত্তবানদের সহযোগিতায় ৩০ রমজান পর্যন্ত এই ইফতার বিতরণ চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সোমবার বিকেলে পটুয়াখালীর আলাউদ্দিন শিশু পার্ক এলাকায় গিয়ে দেখা যায়, টেবিলে ছোলা, বিরিয়ানি, পেঁয়াজি, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ ইফতারির আরও কয়েকটি পদ রয়েছে। অটোচালক, রিকশাচালক, পথচারী ও অসহায় মানুষেরা এই ইফতার ১ টাকায় গ্রহণ করছেন। সুলভে ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
এক টাকায় ইফতার পেয়ে খুশি এক রিকশাচালক বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে ইফতার করতে গেলে দামের জন্য ভালো ইফতারি কিনতে পারি না। এক টাকায় ইফতার পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হইছি।’
আরেকজন অটোচালক জানালেন, ‘বাজারে যে দাম তাতে ৫০-৬০ টাকার নিচে ইফতার করতে পারি না। রোজার মাসে আমাগো জন্য এক টাকার ইফতার পাইলাম।’
শহরের চরপাড়া এলাকার বাসিন্দা হুমায়ূন নূর বলেন, ‘পটুয়াখালীবাসী’ সংগঠনের এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই’।
পটুয়াখালীবাসী সংগঠনের সদস্য মেহেদি হাসান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। খেটে খাওয়া একজন মানুষের পক্ষে ইফতার কিনে খাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কথা বিবেচনা করেই আমরা এই ‘এক টাকায় ইফতার’ বিতরণ পুরো রমজান মাস জুড়ে চলবে’।
পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘পবিত্র রমজানে দিনমজুর এবং নিম্নআয়ের মানুষদের সারা দিন কাজ করে বেশির ভাগ সময়ই বাইরে ইফতার করতে হয়। কিন্তু বাইরের দোকানে ইফতারগুলোর দাম বেশি হওয়ার কারণে তারা সারা দিন রোজা রেখে একটু তৃপ্তময় ইফতার করতে পারে না। তাই তাদের কথা চিন্তা করে আমরা ‘পটুয়াখালীবাসী’ সংগঠন এবার আয়োজন করছি এক টাকার ইফতার। এতে তাঁরা তাদের চাহিদা অনুযায়ী প্রতিটা ইফতার সামগ্রী এক টাকা করে কিনতে পারবে।’

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীতে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মাঝে ‘এক টাকায় ইফতার’ বিতরণ করছে ‘পটুয়াখালীবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করে ‘পটুয়াখালীবাসী’ সংগঠনের সদস্যরা। সমাজের বিত্তবানদের সহযোগিতায় ৩০ রমজান পর্যন্ত এই ইফতার বিতরণ চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সোমবার বিকেলে পটুয়াখালীর আলাউদ্দিন শিশু পার্ক এলাকায় গিয়ে দেখা যায়, টেবিলে ছোলা, বিরিয়ানি, পেঁয়াজি, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ ইফতারির আরও কয়েকটি পদ রয়েছে। অটোচালক, রিকশাচালক, পথচারী ও অসহায় মানুষেরা এই ইফতার ১ টাকায় গ্রহণ করছেন। সুলভে ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
এক টাকায় ইফতার পেয়ে খুশি এক রিকশাচালক বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে ইফতার করতে গেলে দামের জন্য ভালো ইফতারি কিনতে পারি না। এক টাকায় ইফতার পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হইছি।’
আরেকজন অটোচালক জানালেন, ‘বাজারে যে দাম তাতে ৫০-৬০ টাকার নিচে ইফতার করতে পারি না। রোজার মাসে আমাগো জন্য এক টাকার ইফতার পাইলাম।’
শহরের চরপাড়া এলাকার বাসিন্দা হুমায়ূন নূর বলেন, ‘পটুয়াখালীবাসী’ সংগঠনের এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই’।
পটুয়াখালীবাসী সংগঠনের সদস্য মেহেদি হাসান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। খেটে খাওয়া একজন মানুষের পক্ষে ইফতার কিনে খাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কথা বিবেচনা করেই আমরা এই ‘এক টাকায় ইফতার’ বিতরণ পুরো রমজান মাস জুড়ে চলবে’।
পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘পবিত্র রমজানে দিনমজুর এবং নিম্নআয়ের মানুষদের সারা দিন কাজ করে বেশির ভাগ সময়ই বাইরে ইফতার করতে হয়। কিন্তু বাইরের দোকানে ইফতারগুলোর দাম বেশি হওয়ার কারণে তারা সারা দিন রোজা রেখে একটু তৃপ্তময় ইফতার করতে পারে না। তাই তাদের কথা চিন্তা করে আমরা ‘পটুয়াখালীবাসী’ সংগঠন এবার আয়োজন করছি এক টাকার ইফতার। এতে তাঁরা তাদের চাহিদা অনুযায়ী প্রতিটা ইফতার সামগ্রী এক টাকা করে কিনতে পারবে।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৮ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে