আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’

বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে