Ajker Patrika

কুয়াকাটায় হোটেলের জানালায় স্ত্রীর ওড়নায় ঝুলে ছিল পর্যটকের লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪: ৪৭
কুয়াকাটায় হোটেলের জানালায় স্ত্রীর ওড়নায় ঝুলে ছিল পর্যটকের লাশ

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা নামের ওই আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত পর্যটকের নাম রিপন বিশ্বাস (৩০)। তিনি যশোর চৌগাছা উপজেলার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। রিপন সাভারের আশুলিয়ায় বসবাস করেন বলে জানা গেছে।

রিপন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানী জানান, গত শুক্রবার রিপন বিশ্বাস তাঁকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। পরে গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। গভীর রাতে তিনি ও তাঁর স্বামী রিপন ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি রিপনকে গলায় ওড়না পেঁচিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত