
মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে।’
গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুরের নেছারাবাদ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী এ কথা বলেন। উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান প্রতিটি জনপদে কোরআনের কথা বলেছেন। কোরআনের আলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। কোরআনের কথা বলেছেন বলেই তাঁর হাতে হাত রেখে হাজারের বেশি অমুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোটেও মানবতাবিরোধী ছিলেন না।’
মাওলানা সাঈদীর এই ছেলে বলেন, “আল্লামা সাঈদী মানবতার পক্ষে কাজ করেছেন। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোরআনের কথা বলে গেছেন। কিছু রাম-বাম নাস্তিককের তাঁর কথা ভালো লাগত না। তাই তাঁকে ১৩টি বছর জেলে বন্দী করে রেখেছে। আল্লামা সাঈদীর এখন প্রতিটি কথা সত্যে পরিণত হয়েছে। একসময় এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘বাংলার উত্তর গগনে ঘন কালো মেঘ জমেছে। যদি ঐক্যবদ্ধ সক্ষমভাবে মোকাবিলা করতে না পারো, তাহলে সুবহে সাদিক অসম্ভব।’ তাঁর কথা সত্য হয়েছে।”
নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ছিলেন মাওলানা আব্দুস সাত্তার আজাদী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা এ কে এম মোশাররফ হুসাইন। মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে