Ajker Patrika

ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ৫৮
ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় ও স্বজনেরা জানান, মৃত স্কুলছাত্রীসহ দুই নাতনি নিয়ে ওই ঘরে ভাড়া থাকতেন তাদের নানি। গতকাল রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাসায় আসে সে। নানি পাশের ঘরে পান খাওয়ার জন্য যান, তখন ঘরে সে ছাড়া কেউ ছিল না। এর কিছুক্ষণ পরে ঘরে এসে ভেতর থেকে দরজা আটকানো এবং কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে তাঁর নাতনিকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় ও এসআই সোহেল জানান, কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত