Ajker Patrika

কুয়াশায় চলতে গিয়ে ২ লঞ্চ উঠে গেল চরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩৯
কুয়াশায় চলতে গিয়ে ২ লঞ্চ উঠে গেল চরে
চড়ে উঠে যাওয়া একটি লঞ্চ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ রোববার ভোরে ঢাকা-ভোলা রুটের দুটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকে যায়। ঢাকা-নাজিরপুর-লালমোহন রুটে এই ঘটনা ঘটে। তাতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ওই লঞ্চের যাত্রী মেহেরুন রুমা বলেন, শেষ রাতে লঞ্চ নদী ছেড়ে চরে উঠে পড়ে। তিন ঘণ্টায়ও নামানো যায়নি। পরে ভোলা থেকে আরেকটি লঞ্চ এসে টেনে নামায়। একই দিন এমভি কর্ণফুলী-১০ শ্রীপুরে আটকে যায়। পরে অন্য লঞ্চের মাধ্যমে এ লঞ্চটিও নামানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এমভি কর্ণফুলী-১০ চরে আটকে পড়ার খবর পেয়েছেন। এমভি মানিক-১০ যে আটকা পড়েছে, তা খোঁজ নিয়ে দেখবেন। তাঁর দাবি, হঠাৎ পানি কমে যাওয়ায় এমনটা ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত