পিরোজপুর প্রতিনিধি

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ মোট ১২টি রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানায় জেলা বাস মালিক সমিতি।
পিরোজপুর থেকে বিভাগের সঙ্গে সরাসরি পাঁচটি রুট পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, ভাণ্ডারিয়া-বরিশাল, পিরোজপুর-খুলনা এবং খুলনা-বরিশালে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সাতটি রুট পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-ভাণ্ডারিয়া, পিরোজপুর-নেছারাবাদ, পিরোজপুর-পাটগাতী, পিরোজপুর-সন্ন্যাসী, মঠবাড়িয়া-পাথরঘাটা রুটের বাস ও মিনবাস চলাচলও বন্ধ রয়েছে। শুধু বিভাগীয় রুটেই নয়, ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে। আবার অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
সাধারণ যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পিরোজপুর থেকে সব রুটের বাস ও মিনবাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সড়ক ও মহাসড়কে ইঞ্জিনচালিত যানবাহন নসিমন, করিমন, ইজিবাইক, থ্রিহুলারই চলাচল করছে। নির্রধারিতর চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে বিভাগীয় সিদ্ধান্তমতে এই অবরোধ কার্যক্রম চলছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে বিভাগীয় মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে এই ধর্মঘট। চলবে আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ মোট ১২টি রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানায় জেলা বাস মালিক সমিতি।
পিরোজপুর থেকে বিভাগের সঙ্গে সরাসরি পাঁচটি রুট পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, ভাণ্ডারিয়া-বরিশাল, পিরোজপুর-খুলনা এবং খুলনা-বরিশালে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সাতটি রুট পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-ভাণ্ডারিয়া, পিরোজপুর-নেছারাবাদ, পিরোজপুর-পাটগাতী, পিরোজপুর-সন্ন্যাসী, মঠবাড়িয়া-পাথরঘাটা রুটের বাস ও মিনবাস চলাচলও বন্ধ রয়েছে। শুধু বিভাগীয় রুটেই নয়, ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে। আবার অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
সাধারণ যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পিরোজপুর থেকে সব রুটের বাস ও মিনবাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সড়ক ও মহাসড়কে ইঞ্জিনচালিত যানবাহন নসিমন, করিমন, ইজিবাইক, থ্রিহুলারই চলাচল করছে। নির্রধারিতর চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে বিভাগীয় সিদ্ধান্তমতে এই অবরোধ কার্যক্রম চলছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে বিভাগীয় মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে এই ধর্মঘট। চলবে আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৯ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৯ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৫ মিনিট আগে