পিরোজপুর প্রতিনিধি

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ মোট ১২টি রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানায় জেলা বাস মালিক সমিতি।
পিরোজপুর থেকে বিভাগের সঙ্গে সরাসরি পাঁচটি রুট পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, ভাণ্ডারিয়া-বরিশাল, পিরোজপুর-খুলনা এবং খুলনা-বরিশালে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সাতটি রুট পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-ভাণ্ডারিয়া, পিরোজপুর-নেছারাবাদ, পিরোজপুর-পাটগাতী, পিরোজপুর-সন্ন্যাসী, মঠবাড়িয়া-পাথরঘাটা রুটের বাস ও মিনবাস চলাচলও বন্ধ রয়েছে। শুধু বিভাগীয় রুটেই নয়, ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে। আবার অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
সাধারণ যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পিরোজপুর থেকে সব রুটের বাস ও মিনবাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সড়ক ও মহাসড়কে ইঞ্জিনচালিত যানবাহন নসিমন, করিমন, ইজিবাইক, থ্রিহুলারই চলাচল করছে। নির্রধারিতর চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে বিভাগীয় সিদ্ধান্তমতে এই অবরোধ কার্যক্রম চলছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে বিভাগীয় মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে এই ধর্মঘট। চলবে আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ মোট ১২টি রুটে সব বাস চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানায় জেলা বাস মালিক সমিতি।
পিরোজপুর থেকে বিভাগের সঙ্গে সরাসরি পাঁচটি রুট পিরোজপুর-বরিশাল, মঠবাড়িয়া-বরিশাল, ভাণ্ডারিয়া-বরিশাল, পিরোজপুর-খুলনা এবং খুলনা-বরিশালে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সাতটি রুট পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-ভাণ্ডারিয়া, পিরোজপুর-নেছারাবাদ, পিরোজপুর-পাটগাতী, পিরোজপুর-সন্ন্যাসী, মঠবাড়িয়া-পাথরঘাটা রুটের বাস ও মিনবাস চলাচলও বন্ধ রয়েছে। শুধু বিভাগীয় রুটেই নয়, ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে। আবার অনেকেই বাধ্য হয়ে ভেঙে ভেঙে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
সাধারণ যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পিরোজপুর থেকে সব রুটের বাস ও মিনবাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সড়ক ও মহাসড়কে ইঞ্জিনচালিত যানবাহন নসিমন, করিমন, ইজিবাইক, থ্রিহুলারই চলাচল করছে। নির্রধারিতর চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে বিভাগীয় সিদ্ধান্তমতে এই অবরোধ কার্যক্রম চলছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনি জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে বিভাগীয় মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্রা বন্ধের দাবিতে এই ধর্মঘট। চলবে আগামীকাল শনিবার রাত ১২টা পর্যন্ত।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে