নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক পক্ষের সভায় আরেক পক্ষ হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেছেন, তাঁর কর্মসূচি পণ্ড করতে জেলা আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারীরা হামলা করেছেন।
জানা গেছে, রাজন ও আবুল দুজনেই বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলের মনোনয়ন চান। উপজেলায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন জানান, আজ বিকেলে পেয়ারপুর বাজারে কবাই ইউনিয়ন বিএনপির কর্মী সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানে পৌঁছার আগেই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মন্টু গাজী, যুবদলের হাসান ও ছাত্রদলের বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা করেছেন। তাঁরা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। হামলায় উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), কর্মী জয়দর হাওলাদার (৭০), সুমন আকনসহ (৫০) অন্তত পাঁচ-সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার প্রতিবাদে রাজন নেতৃত্বে অনুসারীরা কবাই বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং পরে মোটরসাইকেল মহড়া দিয়ে অভিযোগ দিতে থানায় যান। এ সময় সেখানে আবুল হোসেনের লোকজনকে দেখা যায়নি।
অভিযোগের ব্যাপারে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘রাজন বাকেরগঞ্জের কে? তিনি ওখানে কেন গেছেন?’ আবুলের অভিযোগ, দলের মধ্যে বিশৃঙ্খলা করতে এসব করানো হয়েছে। তিনি বলেন, ‘সাবেক সভাপতি কুদ্দুস বহিষ্কৃত। তার ব্যবহার ভালো না। সে জন্য কর্মীরা ধমক দিয়েছিল। এখন চেয়ার-টেবিল ভেঙে নিজেরা নাটক করছে।’
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পেয়ারপুর বাজারে বিএনপির কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক পক্ষের সভায় আরেক পক্ষ হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেছেন, তাঁর কর্মসূচি পণ্ড করতে জেলা আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারীরা হামলা করেছেন।
জানা গেছে, রাজন ও আবুল দুজনেই বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলের মনোনয়ন চান। উপজেলায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন জানান, আজ বিকেলে পেয়ারপুর বাজারে কবাই ইউনিয়ন বিএনপির কর্মী সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানে পৌঁছার আগেই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মন্টু গাজী, যুবদলের হাসান ও ছাত্রদলের বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা করেছেন। তাঁরা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। হামলায় উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), কর্মী জয়দর হাওলাদার (৭০), সুমন আকনসহ (৫০) অন্তত পাঁচ-সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার প্রতিবাদে রাজন নেতৃত্বে অনুসারীরা কবাই বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং পরে মোটরসাইকেল মহড়া দিয়ে অভিযোগ দিতে থানায় যান। এ সময় সেখানে আবুল হোসেনের লোকজনকে দেখা যায়নি।
অভিযোগের ব্যাপারে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘রাজন বাকেরগঞ্জের কে? তিনি ওখানে কেন গেছেন?’ আবুলের অভিযোগ, দলের মধ্যে বিশৃঙ্খলা করতে এসব করানো হয়েছে। তিনি বলেন, ‘সাবেক সভাপতি কুদ্দুস বহিষ্কৃত। তার ব্যবহার ভালো না। সে জন্য কর্মীরা ধমক দিয়েছিল। এখন চেয়ার-টেবিল ভেঙে নিজেরা নাটক করছে।’
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পেয়ারপুর বাজারে বিএনপির কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘সমঝোতা, নাকি মরতে চান’—মোটাদাগে এই প্রস্তাবের আশঙ্কায় এখন দিন গোনেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা। ফোনে বা সরাসরি লোক পাঠিয়ে তাঁদের এই প্রস্তাব দিচ্ছে একদল সন্ত্রাসী। কেউ ভয় পেয়ে সমঝোতা করছেন, কেউ সাড়া না দিয়ে চুপ থাকছেন। তাঁদের বেশির ভাগ থানায় যাচ্ছেন না কিংবা মামলা করছেন না। গত পাঁচ মাসে বৃহত
৩ ঘণ্টা আগেকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় প্রতিদিন বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। বাড়ছে বর্জ্যের পরিমাণও। অথচ নগরীর বিভিন্ন এলাকায় এখনো ডাস্টবিনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে অনেক বাসিন্দা ও দোকানি ময়লা ফেলছে সড়কের পাশে, ড্রেনে বা খোলা জায়গায়। এতে পরিবেশদূষণের পাশাপাশি উৎকট দুর্গন্ধে
৩ ঘণ্টা আগেখুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা। ৭ জুলাই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত ৬ হাজার ৮৯টি গাছের চারা বিক্রি হয়েছে মেলায়। এর মূল্য ৯ লাখ ২৯ হাজার ৬১৫ টাকা।
৩ ঘণ্টা আগেসার্ভার সমস্যার কারণে কার্যত অচল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিসগুলো। জেলার ৪২টি ইউনিয়ন ভূমি উন্নয়ন কর অফিসে প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে খাজনা পরিশোধ ও মিউটেশন কার্যক্রম। এতে একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশীরা, অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
৩ ঘণ্টা আগে