Ajker Patrika

চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
বরিশালের মুলাদী থানা। ছবি: সংগৃহীত
বরিশালের মুলাদী থানা। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে ফাহিম ব্যাপারী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বগুড়া রোডের একটি মোটরসাইকেল শোরুম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিমের বাড়ি বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। পুলিশ জানায়, ফাহিম গত বুধবার রাতে মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের সেকান্দার ব্যাপারীর ছেলে আল আমিনের মোটরসাইকেল চুরি করেছেন। আল আমিন সম্পর্কে ফাহিমের আপন চাচাতো ভাই।

মুলাদী থানা-পুলিশ জানায়, গত বুধবার রাতে ডিক্রীরচর বাঁধঘাট এলাকার আরিফ কবিরাজের দোকানের তালা ভেঙে আল আমিনের মোটরসাইকেলটি চুরি হয়। ওই ঘটনায় আল আমিন গতকাল সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা থেকে জিডি কপি ও মোটরসাইকেল নম্বর বিভিন্ন শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ফাহিম বরিশাল বগুড়া রোডের একটি শোরুমে মোটরসাইকেল বিক্রি করতে গেলে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে মুলাদী থানা-পুলিশে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে ফাহিমকে কারাগারে পাঠানো হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে এক তরুণকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছেন। তাঁকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত