
বরগুনার বেতাগীতে একই দিনে পাল্টাপাল্টি কর্মিসভা আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এই নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। আজ রোববার বেলা আড়ইটায় উপজেলার পৌর শহরে মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।
ইউএনও মো. সুহৃদ সালেহীন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রায় একই সময়ে ও কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। তাই রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌর শহরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। বেতাগী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের জন্য উপজেলা ও পৌর বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপির নেতাদের নিয়ে রোববার বিকেলে কর্মিসভা করার প্রস্তুতি নেয়। কর্মীসভাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ স্থানীয় নেতা-কর্মীদের মধ্য চলছিল চরম উৎকণ্ঠা ও উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে পৌর শহরের পুরাতন ডাক বাংলোয় বিকেল সাড়ে ৫টায় কর্মিসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মিসভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় প্রশাসন রোববার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক বলেন, ‘রোববার বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আমাদের কর্মিসভা ছিল, কিন্তু বিএনপির বহিষ্কৃত একদল নেতা-কর্মী শহরের পুরাতন ডাকবাংলোর সামনে পৃথক সভা করতে মঞ্চ তৈরি করেন। প্রশাসন সেটি দেখে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে। ওই পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আয়োজিত কর্মিসভাকে ঘিরে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। প্রতিপক্ষ এতে ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ফোন দিয়ে সভায় আসতে নিষেধ করে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তারা কর্মিসভায় বাধা দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৬ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে