বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের বিরুদ্ধে মধ্য সাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাসের পৈতৃক সম্পত্তি ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে। বসতঘর উদ্ধারের জন্য ওই শিক্ষক উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার লিটন এমন অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন ও তাঁর ভাই মিলন কয়েক মাস আগে প্রধান শিক্ষকের বসতঘর থেকে ভাড়াটে জোর করে নামিয়ে দিয়ে দখল করে নিয়েছেন। এর প্রতিকার পেতে ১৯ জুলাই ভুক্তভোগী প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস ও তাঁর স্ত্রী লাইজু বেগম উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস বলেন, ‘সাতলা ইউনিয়নের মুড়িবাড়ী গ্রামের স্লুইসগেট নামক এলাকার পশ্চিম পাশে আমার ৩২ শতাংশ পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছি। কিছুদিন আগে সাতলা বাজারের টেইলার্স রিপন বৈদ্যর কাছে বসতঘরটি ভাড়া দিই। সম্প্রতি সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ভাড়াটে রিপন বৈদ্যকে ঘর থেকে বের করে দিয়ে দখল করে নেন। এরপর স্থানীয়ভাবে নানা অনুরোধ সত্ত্বেও আমি সম্পত্তি ফিরে পাচ্ছি না।’
প্রধান শিক্ষকের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আওয়ামী লীগ নেতা লিটন আমার কষ্টের টাকা দিয়ে তৈরি বসতঘর জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কিন্তু সাতলার প্রতিটি মানুষ জানে ওই সম্পত্তি আমরা দীর্ঘ ৩০ বছর ভোগদখল করে আসছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন বলেন, ‘কাঠের ঘরের ওই সম্পত্তি আমার। আমি সেখানে ইট রেখেছি ভবন করার জন্য। কারও সম্পত্তি আমরা দখল করিনি।’
এ ব্যাপারে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত না করার আগপর্যন্ত কিছুই বলতে পারব না।’
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিন উদ্দিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের বিরুদ্ধে মধ্য সাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাসের পৈতৃক সম্পত্তি ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে। বসতঘর উদ্ধারের জন্য ওই শিক্ষক উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার লিটন এমন অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন ও তাঁর ভাই মিলন কয়েক মাস আগে প্রধান শিক্ষকের বসতঘর থেকে ভাড়াটে জোর করে নামিয়ে দিয়ে দখল করে নিয়েছেন। এর প্রতিকার পেতে ১৯ জুলাই ভুক্তভোগী প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস ও তাঁর স্ত্রী লাইজু বেগম উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস বলেন, ‘সাতলা ইউনিয়নের মুড়িবাড়ী গ্রামের স্লুইসগেট নামক এলাকার পশ্চিম পাশে আমার ৩২ শতাংশ পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছি। কিছুদিন আগে সাতলা বাজারের টেইলার্স রিপন বৈদ্যর কাছে বসতঘরটি ভাড়া দিই। সম্প্রতি সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ভাড়াটে রিপন বৈদ্যকে ঘর থেকে বের করে দিয়ে দখল করে নেন। এরপর স্থানীয়ভাবে নানা অনুরোধ সত্ত্বেও আমি সম্পত্তি ফিরে পাচ্ছি না।’
প্রধান শিক্ষকের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আওয়ামী লীগ নেতা লিটন আমার কষ্টের টাকা দিয়ে তৈরি বসতঘর জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কিন্তু সাতলার প্রতিটি মানুষ জানে ওই সম্পত্তি আমরা দীর্ঘ ৩০ বছর ভোগদখল করে আসছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন বলেন, ‘কাঠের ঘরের ওই সম্পত্তি আমার। আমি সেখানে ইট রেখেছি ভবন করার জন্য। কারও সম্পত্তি আমরা দখল করিনি।’
এ ব্যাপারে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত না করার আগপর্যন্ত কিছুই বলতে পারব না।’
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিন উদ্দিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১৪ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৩০ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৩৩ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে