আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চলাচলকারী রাস্তার পাশের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া শিশুটিকে উদ্ধার করেন।
হারুন মিয়া বলেন, ‘ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে ছিলাম। তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি, পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাইরে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটি ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখতে ভিড় জমায়।’
ডা. তাসকিয়া সিদ্দিকী আরও বলেন, শিশুটির বয়স দুই দিন হতে পারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ পলিথিনে মোড়ানো একটি নবজাতক উদ্ধার করেছে মর্মে আমাকে অবহিত করেছে। খোঁজখবর নিয়ে দেখেছি, কন্যা শিশুটি সুস্থ আছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চলাচলকারী রাস্তার পাশের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া শিশুটিকে উদ্ধার করেন।
হারুন মিয়া বলেন, ‘ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে ছিলাম। তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি, পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাইরে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটি ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখতে ভিড় জমায়।’
ডা. তাসকিয়া সিদ্দিকী আরও বলেন, শিশুটির বয়স দুই দিন হতে পারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ পলিথিনে মোড়ানো একটি নবজাতক উদ্ধার করেছে মর্মে আমাকে অবহিত করেছে। খোঁজখবর নিয়ে দেখেছি, কন্যা শিশুটি সুস্থ আছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৩ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে