নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণ হয় মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইলে এসএমএসের (খুদে বার্তার) মাধ্যমে নিত্যপণ্যের বাজার অস্থির করা হয়। এটা যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিটি জেলা, উপজেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ শনিবার বরিশাল নগরীর ফরিয়াপট্টি, চকবাজার এলাকার পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোক্তার ডিজি বলেন, ‘চালের বাজার অস্থির করতে অসাধু ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়েছে। একজন দাম বাড়ালে বাকিরাও বাড়ায়। মাঝেমধ্যে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, ব্রয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে; আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে।’
মহাপরিচালক আরও বলেন, মোকামে চালের দাম বাড়ানোর পেছনে একটি চক্র সারা দেশে ধানের দাম বেড়েছে বলে প্রচার করছে। ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা তো দুই মাস পরে আসবে।
সফিকুজ্জামান বলেন, আসন্ন রমজান উপলক্ষে ডাল, চিনি, তেলসহ অন্য পণ্য নিয়ে যাতে ব্যবসায়ীরা কারসাজি করতে না পারে, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।
অপর দিকে বরিশালের পাইকারি মার্কেটে পাওয়া খোলা ভোজ্যতেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন ভোক্তার ডিজি।
তিনি বলেন, ভোজ্যতেলের ক্ষেত্রে লেভেলহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে।
বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন মহাপরিচালক।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণ হয় মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইলে এসএমএসের (খুদে বার্তার) মাধ্যমে নিত্যপণ্যের বাজার অস্থির করা হয়। এটা যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিটি জেলা, উপজেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ শনিবার বরিশাল নগরীর ফরিয়াপট্টি, চকবাজার এলাকার পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোক্তার ডিজি বলেন, ‘চালের বাজার অস্থির করতে অসাধু ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়েছে। একজন দাম বাড়ালে বাকিরাও বাড়ায়। মাঝেমধ্যে সুযোগ নিয়ে ১৭ কোটি ভোক্তাকে প্রতারিত করছে ক্ষুদ্র কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এর আগে আলু, ব্রয়লার মুরগি, ডিম নিয়ে যা করছে; আজ চাল, কাল পেঁয়াজ নিয়েও তা করা হচ্ছে।’
মহাপরিচালক আরও বলেন, মোকামে চালের দাম বাড়ানোর পেছনে একটি চক্র সারা দেশে ধানের দাম বেড়েছে বলে প্রচার করছে। ধানের দাম যদি বেড়েও থাকে সেই চালটা তো দুই মাস পরে আসবে।
সফিকুজ্জামান বলেন, আসন্ন রমজান উপলক্ষে ডাল, চিনি, তেলসহ অন্য পণ্য নিয়ে যাতে ব্যবসায়ীরা কারসাজি করতে না পারে, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।
অপর দিকে বরিশালের পাইকারি মার্কেটে পাওয়া খোলা ভোজ্যতেলের অপরিষ্কার ড্রাম দেখে অসন্তোষ প্রকাশ করেন ভোক্তার ডিজি।
তিনি বলেন, ভোজ্যতেলের ক্ষেত্রে লেভেলহীন ড্রামে করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এগুলোর দামেও বড় পার্থক্য রয়েছে।
বাজার পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চাল, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন মহাপরিচালক।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে