Ajker Patrika

মানুষ আওয়ামী দু: শাসন থেকে মুক্তি চায়: ভিপি নুর 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মানুষ আওয়ামী দু: শাসন থেকে মুক্তি চায়: ভিপি নুর 

মানুষ আওয়ামী দু: শাসন থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। আজ শনিবার দুপুরে দলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল নগরের আমতলা মোড়ে এই সভা হয়।

এ সময় গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে বলেন, ‘আজ বাংলার মানুষ আওয়ামী দু: শাসন থেকে মুক্তি চায়। গুম খুন থেকে মুক্তি চায়। মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়।’

নুরুল হক নুর ক্ষমতাসীনদের উদ্যেশে আরও বলেন, ‘এরা নেশায় বুঁদ হয়ে আছে। মাদকে মাতাল হয়ে গেছে। এরা বুঝতে পারছে না যে সময় শেষ হয়ে যাচ্ছে। এক মাঘে শীত যায় না। যে নদীতে জোয়ার আসে, সে নদীতে ভাটাও আসে। আজ যারা ধরাকে সরা জ্ঞান করছে, তাদের সাবধান করে দিচ্ছি-ভালো হয়ে যাও, মানুষ হও।’

সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিপ্লব পোদ্দার। সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাশেদ খান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত