বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যথাসময়ে অনলাইনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা না দিতে পেরে আম-ছালা দুটিই হারালেন আওয়ামী লীগ নেত্রী ও কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা প্যানেল চেয়ারম্যান রিনা গাজী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল রোববার বিকেল ৪টার পর সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারে তার মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি।
জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিনা গাজী বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও কাজিরাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে তিনি ১৬ এপ্রিল ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ফারুক আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালাচ্ছিলেন। উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়েছেন ব্যানার ও পোস্টারও।
কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন মাহমুদ সুমন বলেন, ‘রিনা গাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন। শুনেছি তিনি সময় মতো অনলাইনে ওই পদে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। বিষয়টি খুবই দুঃখজনক।’
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারের সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপলোড বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। অনলাইনে ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো উপায় কিংবা অন্য কোনো সুযোগ নেই।’
মনোনয়নপত্র দাখিল করতে না পারা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা গাজী বলেন, ‘আমার সব কাগজপত্র তৈরি ছিল। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র সাবমিট করতে গিয়ে দেরি হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে পারিনি। বিকেল ৪টা বাজার সঙ্গে সঙ্গেই অনলাইন সার্ভার বন্ধ হয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে গেলেও তিনি মনোনয়নপত্র জমা নেননি।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৭ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৮ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৮ ঘণ্টা আগে