নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের রুপাতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস ও ইজিবাইকের শ্রমিকদের মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস টার্মিনাল সংস্কারকাজ উদ্বোধনে এসেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সকাল থেকে বাস মালিক সমিতির কর্মচারীরা মেয়রের নাম ভাঙিয়ে বলে আসছিলেন টার্মিনালের আশপাশে কোনো ইজিবাইক রাখা যাবে না। ইজিবাইক রাখতে না দেওয়ার জেরে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাস মালিক সমিতির কর্মচারীরা ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করেন।
শহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে দুই পক্ষ অবস্থান নেয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা, রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ও বাসমালিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়, একে অপরের ওপর আর হামলা কিংবা ঝামেলায় জড়াবে না।
রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, উভয় পক্ষের সঙ্গে ট্রাফিক পুলিশ বসে সমাধান করেছে। তারা কোনো পক্ষই আর দ্বন্দ্বে জড়াবে না।
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দুই চালককে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।’
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে তাদের বিশৃঙ্খলা না ঘটাতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল নগরের রুপাতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস ও ইজিবাইকের শ্রমিকদের মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস টার্মিনাল সংস্কারকাজ উদ্বোধনে এসেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সকাল থেকে বাস মালিক সমিতির কর্মচারীরা মেয়রের নাম ভাঙিয়ে বলে আসছিলেন টার্মিনালের আশপাশে কোনো ইজিবাইক রাখা যাবে না। ইজিবাইক রাখতে না দেওয়ার জেরে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাস মালিক সমিতির কর্মচারীরা ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করেন।
শহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে দুই পক্ষ অবস্থান নেয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা, রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ও বাসমালিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়, একে অপরের ওপর আর হামলা কিংবা ঝামেলায় জড়াবে না।
রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, উভয় পক্ষের সঙ্গে ট্রাফিক পুলিশ বসে সমাধান করেছে। তারা কোনো পক্ষই আর দ্বন্দ্বে জড়াবে না।
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দুই চালককে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।’
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে তাদের বিশৃঙ্খলা না ঘটাতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে