Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা, ক্যাম্পাসে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ২১: ৪০
১৫ ছাত্রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ শনিবার ক্যাম্পাসে একদল ছাত্র বিক্ষোভ করেছে। ছবি: আজকের পত্রিকা
১৫ ছাত্রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ শনিবার ক্যাম্পাসে একদল ছাত্র বিক্ষোভ করেছে। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে হামলার ঘটনায় ২৪ ছাত্রের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ববির সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে গতকাল শুক্রবার এই অভিযোগ দেন। অভিযুক্তরা অধিকাংশই ববি ছাত্রলীগ কর্মী।

এর আগে ২১ জানুয়ারি হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেনসহ ১৫ ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর থেকে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। ১৫ আসামির মধ্যে ইমরান, রায়হান, সজীবসহ কয়েকজন সমন্বয়কও রয়েছেন।

এদিকে, গতকাল ক্যাম্পাস থেকে এক ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার পর রাতেই উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে আজ শনিবার (২৫ জানুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের হাতে আটক শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেন তাঁর সহপাঠীরা। শাহারিয়ার আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সাধারণ ছাত্রদের নিয়ে প্রক্টরের কাছে ৫ আগস্টের আগে হামলার জন্য কেন মামলা নেওয়া হয়নি তার কৈফিয়ত চায়। পরে চাপের মুখে গভীর রাতে ২৪ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দেয় প্রশাসন।

আজ শনিবার একদল ছাত্র ববি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। এ ছাড়া ক্যাম্পাসে আজ বিকেল থেকে ১২তম ব্যাচের একদল ছাত্র অবস্থান নিলে তাঁদের প্রতিহত করার জন্য পাল্টা অবস্থান নেয় ছাত্রদলের একাংশ। এ নিয়ে আজ সন্ধ্যার পরও ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

৫ আগস্ট হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেন বলেন, পুলিশ তাঁর মামলা এফআইআর হিসেবে গণ্য করেছে। এরপর সমন্বয়কেরা বন্দর থানার ওসির সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাঁকেও (রুমান) হুমকি দেয়। এ জন্য তিনি নিরাপত্তার অভাবে প্রক্টরকে অবহিত করে বাড়ি চলে গেছেন। তিনি দাবি করেন, তাঁর মামলায় তমালসহ কয়েকজন স্বঘোষিত সমন্বয়ক রয়েছেন। এরা ৫ আগস্টের পর থেকে ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নানা অপকর্ম করছে।

তবে ববি ছাত্র এবং ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মাহমুদুল হাসান তমাল আজকের পত্রিকাকে বলেন, গতকাল এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন সাধারণ ছাত্ররা। তাঁকে ছিনিয়ে নেয় ছাত্রলীগ। ওই ঘটনার পর তাঁরা প্রক্টরকে মামলা নেওয়ার জন্য চাপ দেন। যে ২৪ জনের বিরুদ্ধে ববি প্রশাসন থানায় এজাহার দিয়েছে, তাঁরা ৫ আগস্টের আগে ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী।

মাহমুদুল হাসান তমাল আরও বলেন, তাঁর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে বিষয়ে তাঁরা থানায় গিয়ে ওসির কাছে জিজ্ঞেস করেছেন। ওসিকে হুমকি দেওয়ার কথা সত্য নয়।

ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে রুমান প্রথম সারিতে ছিল। তাকে ৫ আগস্ট বিকেলে মেরে উলঙ্গ করে ক্যাম্পাসে ঘুরিয়েছে। তার ওপর চরম নির্যাতন করা হয়েছে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। এঁদের অধিকাংশ ছাত্র।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ববি কর্তৃপক্ষ শুক্রবার রাতে থানায় অভিযোগ দিয়েছে। এটিকে মামলা হিসেবে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আর রুমান নামের একজন যে মামলাটি করেছে, ওটা তদন্তাধীন।’

এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মোবাইলে কল করা দিলেও তিনি রিসিভ করেননি।

প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। কথা হলে সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়ায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। আর সমন্বয়কদের বিরুদ্ধে কোনো ছাত্রের করা মামলা বিষয়ে কিছু জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত