বরিশাল নগরে পুরোপুরি গরম শুরু হয়নি। তবে কয়েক দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরম মৌসুমের এমন অবস্থাতেই নগরে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ঘন ঘন যাচ্ছে বিদ্যুৎ। বিশেষ করে দুপুরে অফিস চলাকালীন, এমনকি ইফতারের সময়ও বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। এতে কষ্টে পড়ছে নগরবাসী। বিশেষ করে রোজা পালনকারীরা।
বিদ্যুৎ বিভাগ অবশ্য লোডশেডিং কিংবা বিভ্রাটের কথা স্বীকারই করেনি। তাদের দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তাহলে নগরে গত সোমবার থেকে তিন দিন ধরে বারবার কেন বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে, এর কোনো জবাব পাওয়া যায়নি বিদ্যুৎ বিভাগের কাছ থেকে।
গতকাল বুধবার দুপুরে নগরের বাণিজ্যিক এলাকা গির্জা মহল্লা, প্যারারা রোড, সদর রোডে কয়েকবার থেমে থেমে বিদ্যুৎ যাওয়া-আসা করেছে। গির্জা মহল্লার একাধিক পোশাক ব্যবসায়ী বলেন, ‘তিন দিন ধরে একাধিকবার বিদ্যুৎ যাওয়া- আসা করেছে।’
বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, ‘আমাদের এই কার্যালয়ের আওতাধীন এলাকায় ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি। যেখানে বিদ্যুৎ-বিভ্রাটের কথা বলা হচ্ছে, সেই এলাকা আমাদের আওতায় নেই।’
বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় ২৬ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। চাহিদা অনুযায়ী সবটা পাচ্ছি।’ তবে তিনি বিদ্যুৎ-বিভ্রাটের জন্য লাইনে ত্রুটি কিংবা ট্রান্সফরমার নষ্ট হওয়ার কথা জানিয়েছেন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২২ মিনিট আগে