বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানকে। অন্য আসামিরা হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।
এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০)–এর ৪/৫ ধারায় খোকন হাওলাদার মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পো স্ট্যান্ডসংলগ্ন রাস্তায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের তৈরি মনগড়া রসিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করেন।
বাদীর অভিযোগ, এক নম্বর আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান পৌরসভার নামে জাল রসিদ তৈরি করে সাধারণ চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছেন।
মামলার বাদী খোকন হাওলাদার বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান যে রসিদ ব্যবহার করছেন, তা সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি। এটি একটি বেআইনি কর্মকাণ্ড এবং আমি মনে করি, এটি স্পষ্ট চাঁদাবাজি।’
খোকন হাওলাদার আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আগে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান গংদের বিরুদ্ধে ১৪ এপ্রিল সন্ধ্যার পরে বেতাগী এলাকায় মানববন্ধন হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছেন। বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন।
অন্যদিকে মো. নেছার উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বৈধভাবে ইজারার চার ভাগের এক ভাগ অংশীদার। আমার অংশে আমি রসিদ দিয়ে টোল আদায় করছি, এতে চাঁদাবাজির কিছু নেই।’
বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘খোকন হাওলাদার মামলা করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানকে। অন্য আসামিরা হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।
এ ছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০)–এর ৪/৫ ধারায় খোকন হাওলাদার মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পো স্ট্যান্ডসংলগ্ন রাস্তায় অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের তৈরি মনগড়া রসিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করেন।
বাদীর অভিযোগ, এক নম্বর আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান পৌরসভার নামে জাল রসিদ তৈরি করে সাধারণ চালকদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছেন।
মামলার বাদী খোকন হাওলাদার বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান যে রসিদ ব্যবহার করছেন, তা সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি। এটি একটি বেআইনি কর্মকাণ্ড এবং আমি মনে করি, এটি স্পষ্ট চাঁদাবাজি।’
খোকন হাওলাদার আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আগে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান গংদের বিরুদ্ধে ১৪ এপ্রিল সন্ধ্যার পরে বেতাগী এলাকায় মানববন্ধন হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছেন। বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন।
অন্যদিকে মো. নেছার উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বৈধভাবে ইজারার চার ভাগের এক ভাগ অংশীদার। আমার অংশে আমি রসিদ দিয়ে টোল আদায় করছি, এতে চাঁদাবাজির কিছু নেই।’
বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘খোকন হাওলাদার মামলা করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে