বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে নাবিলা আক্তার মিতু (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা-পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয় সংলগ্ন মুসা মুন্সির বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মিতু চাঁদপাশা ইউনিয়নের মৃত মোকছেদ চৌধুরী ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।
প্রতিবেশীরা জানান, মিতু ও তাঁর মা খাদিজা বেগম মুসা মুন্সির বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। আজ সকালে মিতুকে বাসায় রেখে মা খাদিজা বেগম উপজেলা কৃষি অফিসে নিজ কর্মস্থলে যান। পরে বেলা ১১টার দিকে মিতু তাঁর মা খাদিজা বেগমকে কল করে আত্মহত্যা করবেন বলে জানান। সঙ্গে সঙ্গেই খাদিজা বেগম বাসায় ছুটে আসেন এবং দেখেন মিতু ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় খাদিজা বেগমের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে এয়ারপোর্ট থানা-পুলিশকে খবর দেয়। পরে ওড়না কেটে খাদিজা বেগম মেয়েকে নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বাড়িওয়ালা মুসা মুন্সি বলেন, নাটোরের একটি ছেলেকে মিতু প্রেমের সম্পর্কে বিয়ে করেন। কিছুদিন পরে সেই ছেলের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে মিতু মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে নাবিলা আক্তার মিতু (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা-পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয় সংলগ্ন মুসা মুন্সির বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মিতু চাঁদপাশা ইউনিয়নের মৃত মোকছেদ চৌধুরী ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।
প্রতিবেশীরা জানান, মিতু ও তাঁর মা খাদিজা বেগম মুসা মুন্সির বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। আজ সকালে মিতুকে বাসায় রেখে মা খাদিজা বেগম উপজেলা কৃষি অফিসে নিজ কর্মস্থলে যান। পরে বেলা ১১টার দিকে মিতু তাঁর মা খাদিজা বেগমকে কল করে আত্মহত্যা করবেন বলে জানান। সঙ্গে সঙ্গেই খাদিজা বেগম বাসায় ছুটে আসেন এবং দেখেন মিতু ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় খাদিজা বেগমের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে এয়ারপোর্ট থানা-পুলিশকে খবর দেয়। পরে ওড়না কেটে খাদিজা বেগম মেয়েকে নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বাড়িওয়ালা মুসা মুন্সি বলেন, নাটোরের একটি ছেলেকে মিতু প্রেমের সম্পর্কে বিয়ে করেন। কিছুদিন পরে সেই ছেলের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে মিতু মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৪ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৭ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৩৮ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে