প্রতিনিধি

বরিশাল: বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় বরিশালে এ নিয়ে শঙ্কা মানুষের মনে শঙ্কা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আজ বৃহস্পতিবার নগরীর প্রধান দুটি বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী ঘুরে দেখা গেছে, সেখানে অধিকাংশই মাস্ক পরছে না। অভ্যন্তরীণ রুটে যাত্রীও যাচ্ছে তুলনামূলক বেশি। গত বেশ কিছুদিন ধরে করোনার সংক্রমণ রোধে নগরীসহ গোটা জেলায় প্রশাসনের কোন উদ্যোগও নেই। এ অবস্থায় বরিশালে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আহসান কবিরের সর্বশেষ তথ্যমতে, গত বুধবার ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা-১৯ রোগী শনাক্ত হয়েছে। যার ২০ জনই বরিশাল নগরীতে। মহানগরীসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪।
গত মঙ্গলবার বিভাগে শনাক্তের সংখ্যা ছিল ৩৯ জন। যার ১৯ জনই ছিল নগরীতে। একদিনের ব্যবধানের শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫ ভাগ। বুধবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৪৫ জনের। করোনা শনাক্তের হার এখনো ১৪.৭০ ভাগ হলেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৪ জনে। এর মধ্যে নগরীতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। আর জেলাটিতে এ পর্যন্ত যে ১২২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মহানগরীতেই ৬৬ জন।
সরেজমিনে দেখা যায় জেলার বিভিন্ন রুটে বাসগুলোতে যাত্রী নেওয়া হচ্ছে গাদাগাদি করে। ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। যাত্রীরা এ জন্য বাসের কন্ট্রাক্টরদের দায়ী করছেন।
নথুল্লাবাদে বাসযাত্রী আ: রহমান বলেন, বাসের হেলপাররা গাদাগাদি করে যাত্রী তুলছে। তার ওপর ভাড়াও বেশি। কিন্তু কথা বললে হেনস্তার স্বীকার হতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল থেকে গৌরনদী পূর্বে ভাড়া ছিল ৫০ টাকা, এখন নেয় ৭০ টাকা করে। মাহিন্দ্রায় বরিশাল-গৌরনদী ভাড়া ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা। বানারীপাড়া ৫০ টাকার স্থলে ৭০ টাকা। মাহিন্দ্রায়ও যাত্রী নেওয়া হচ্ছে বাড়তি।
বরিশাল নৌবন্দরে দেখা গেছে একই দৃশ্য। সেখানেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনায় তেমন কোনো সতর্কতা নেই বললেই চলে। তার ওপর ভাড়াও বেশি। তবে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, তারা স্বাস্থ্য বিধি মানানোর চেষ্টা করছেন।
এদিকে বরিশাল সদর উপজেলাসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন। গ্রামগঞ্জে উন্মুক্তভাবে প্রচার প্রচারণা চলায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রার্থীরা প্রচারণায় স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। উজিরপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার হারতা ইউনিয়নে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার লিটন দাবি করেন, এ অবস্থায় ভোট হলে প্রচারণার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও প্রাণঘাতী করোনার কারণে খুলনায় ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।
এব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.: বাসুদেব কুমার দাস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও সচেতন হওয়া দরকার। বিশেষ করে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, করোনা এখনো জটিল অবস্থায় রয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে অনেকে। তাই সব ধরনের ভিড় এড়িয়ে চলতে হবে।

বরিশাল: বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় বরিশালে এ নিয়ে শঙ্কা মানুষের মনে শঙ্কা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আজ বৃহস্পতিবার নগরীর প্রধান দুটি বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী ঘুরে দেখা গেছে, সেখানে অধিকাংশই মাস্ক পরছে না। অভ্যন্তরীণ রুটে যাত্রীও যাচ্ছে তুলনামূলক বেশি। গত বেশ কিছুদিন ধরে করোনার সংক্রমণ রোধে নগরীসহ গোটা জেলায় প্রশাসনের কোন উদ্যোগও নেই। এ অবস্থায় বরিশালে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আহসান কবিরের সর্বশেষ তথ্যমতে, গত বুধবার ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা-১৯ রোগী শনাক্ত হয়েছে। যার ২০ জনই বরিশাল নগরীতে। মহানগরীসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪।
গত মঙ্গলবার বিভাগে শনাক্তের সংখ্যা ছিল ৩৯ জন। যার ১৯ জনই ছিল নগরীতে। একদিনের ব্যবধানের শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫ ভাগ। বুধবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৪৫ জনের। করোনা শনাক্তের হার এখনো ১৪.৭০ ভাগ হলেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৪ জনে। এর মধ্যে নগরীতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। আর জেলাটিতে এ পর্যন্ত যে ১২২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মহানগরীতেই ৬৬ জন।
সরেজমিনে দেখা যায় জেলার বিভিন্ন রুটে বাসগুলোতে যাত্রী নেওয়া হচ্ছে গাদাগাদি করে। ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। যাত্রীরা এ জন্য বাসের কন্ট্রাক্টরদের দায়ী করছেন।
নথুল্লাবাদে বাসযাত্রী আ: রহমান বলেন, বাসের হেলপাররা গাদাগাদি করে যাত্রী তুলছে। তার ওপর ভাড়াও বেশি। কিন্তু কথা বললে হেনস্তার স্বীকার হতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল থেকে গৌরনদী পূর্বে ভাড়া ছিল ৫০ টাকা, এখন নেয় ৭০ টাকা করে। মাহিন্দ্রায় বরিশাল-গৌরনদী ভাড়া ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা। বানারীপাড়া ৫০ টাকার স্থলে ৭০ টাকা। মাহিন্দ্রায়ও যাত্রী নেওয়া হচ্ছে বাড়তি।
বরিশাল নৌবন্দরে দেখা গেছে একই দৃশ্য। সেখানেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনায় তেমন কোনো সতর্কতা নেই বললেই চলে। তার ওপর ভাড়াও বেশি। তবে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, তারা স্বাস্থ্য বিধি মানানোর চেষ্টা করছেন।
এদিকে বরিশাল সদর উপজেলাসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন। গ্রামগঞ্জে উন্মুক্তভাবে প্রচার প্রচারণা চলায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রার্থীরা প্রচারণায় স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। উজিরপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার হারতা ইউনিয়নে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার লিটন দাবি করেন, এ অবস্থায় ভোট হলে প্রচারণার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও প্রাণঘাতী করোনার কারণে খুলনায় ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।
এব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.: বাসুদেব কুমার দাস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও সচেতন হওয়া দরকার। বিশেষ করে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, করোনা এখনো জটিল অবস্থায় রয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে অনেকে। তাই সব ধরনের ভিড় এড়িয়ে চলতে হবে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে