প্রতিনিধি

বরিশাল: বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় বরিশালে এ নিয়ে শঙ্কা মানুষের মনে শঙ্কা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আজ বৃহস্পতিবার নগরীর প্রধান দুটি বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী ঘুরে দেখা গেছে, সেখানে অধিকাংশই মাস্ক পরছে না। অভ্যন্তরীণ রুটে যাত্রীও যাচ্ছে তুলনামূলক বেশি। গত বেশ কিছুদিন ধরে করোনার সংক্রমণ রোধে নগরীসহ গোটা জেলায় প্রশাসনের কোন উদ্যোগও নেই। এ অবস্থায় বরিশালে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আহসান কবিরের সর্বশেষ তথ্যমতে, গত বুধবার ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা-১৯ রোগী শনাক্ত হয়েছে। যার ২০ জনই বরিশাল নগরীতে। মহানগরীসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪।
গত মঙ্গলবার বিভাগে শনাক্তের সংখ্যা ছিল ৩৯ জন। যার ১৯ জনই ছিল নগরীতে। একদিনের ব্যবধানের শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫ ভাগ। বুধবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৪৫ জনের। করোনা শনাক্তের হার এখনো ১৪.৭০ ভাগ হলেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৪ জনে। এর মধ্যে নগরীতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। আর জেলাটিতে এ পর্যন্ত যে ১২২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মহানগরীতেই ৬৬ জন।
সরেজমিনে দেখা যায় জেলার বিভিন্ন রুটে বাসগুলোতে যাত্রী নেওয়া হচ্ছে গাদাগাদি করে। ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। যাত্রীরা এ জন্য বাসের কন্ট্রাক্টরদের দায়ী করছেন।
নথুল্লাবাদে বাসযাত্রী আ: রহমান বলেন, বাসের হেলপাররা গাদাগাদি করে যাত্রী তুলছে। তার ওপর ভাড়াও বেশি। কিন্তু কথা বললে হেনস্তার স্বীকার হতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল থেকে গৌরনদী পূর্বে ভাড়া ছিল ৫০ টাকা, এখন নেয় ৭০ টাকা করে। মাহিন্দ্রায় বরিশাল-গৌরনদী ভাড়া ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা। বানারীপাড়া ৫০ টাকার স্থলে ৭০ টাকা। মাহিন্দ্রায়ও যাত্রী নেওয়া হচ্ছে বাড়তি।
বরিশাল নৌবন্দরে দেখা গেছে একই দৃশ্য। সেখানেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনায় তেমন কোনো সতর্কতা নেই বললেই চলে। তার ওপর ভাড়াও বেশি। তবে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, তারা স্বাস্থ্য বিধি মানানোর চেষ্টা করছেন।
এদিকে বরিশাল সদর উপজেলাসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন। গ্রামগঞ্জে উন্মুক্তভাবে প্রচার প্রচারণা চলায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রার্থীরা প্রচারণায় স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। উজিরপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার হারতা ইউনিয়নে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার লিটন দাবি করেন, এ অবস্থায় ভোট হলে প্রচারণার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও প্রাণঘাতী করোনার কারণে খুলনায় ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।
এব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.: বাসুদেব কুমার দাস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও সচেতন হওয়া দরকার। বিশেষ করে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, করোনা এখনো জটিল অবস্থায় রয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে অনেকে। তাই সব ধরনের ভিড় এড়িয়ে চলতে হবে।

বরিশাল: বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত এলাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় বরিশালে এ নিয়ে শঙ্কা মানুষের মনে শঙ্কা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আজ বৃহস্পতিবার নগরীর প্রধান দুটি বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী ঘুরে দেখা গেছে, সেখানে অধিকাংশই মাস্ক পরছে না। অভ্যন্তরীণ রুটে যাত্রীও যাচ্ছে তুলনামূলক বেশি। গত বেশ কিছুদিন ধরে করোনার সংক্রমণ রোধে নগরীসহ গোটা জেলায় প্রশাসনের কোন উদ্যোগও নেই। এ অবস্থায় বরিশালে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আহসান কবিরের সর্বশেষ তথ্যমতে, গত বুধবার ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা-১৯ রোগী শনাক্ত হয়েছে। যার ২০ জনই বরিশাল নগরীতে। মহানগরীসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪।
গত মঙ্গলবার বিভাগে শনাক্তের সংখ্যা ছিল ৩৯ জন। যার ১৯ জনই ছিল নগরীতে। একদিনের ব্যবধানের শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫ ভাগ। বুধবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৪৫ জনের। করোনা শনাক্তের হার এখনো ১৪.৭০ ভাগ হলেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৪ জনে। এর মধ্যে নগরীতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। আর জেলাটিতে এ পর্যন্ত যে ১২২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মহানগরীতেই ৬৬ জন।
সরেজমিনে দেখা যায় জেলার বিভিন্ন রুটে বাসগুলোতে যাত্রী নেওয়া হচ্ছে গাদাগাদি করে। ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। যাত্রীরা এ জন্য বাসের কন্ট্রাক্টরদের দায়ী করছেন।
নথুল্লাবাদে বাসযাত্রী আ: রহমান বলেন, বাসের হেলপাররা গাদাগাদি করে যাত্রী তুলছে। তার ওপর ভাড়াও বেশি। কিন্তু কথা বললে হেনস্তার স্বীকার হতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল থেকে গৌরনদী পূর্বে ভাড়া ছিল ৫০ টাকা, এখন নেয় ৭০ টাকা করে। মাহিন্দ্রায় বরিশাল-গৌরনদী ভাড়া ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা। বানারীপাড়া ৫০ টাকার স্থলে ৭০ টাকা। মাহিন্দ্রায়ও যাত্রী নেওয়া হচ্ছে বাড়তি।
বরিশাল নৌবন্দরে দেখা গেছে একই দৃশ্য। সেখানেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনায় তেমন কোনো সতর্কতা নেই বললেই চলে। তার ওপর ভাড়াও বেশি। তবে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, তারা স্বাস্থ্য বিধি মানানোর চেষ্টা করছেন।
এদিকে বরিশাল সদর উপজেলাসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন। গ্রামগঞ্জে উন্মুক্তভাবে প্রচার প্রচারণা চলায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রার্থীরা প্রচারণায় স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। উজিরপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার হারতা ইউনিয়নে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার লিটন দাবি করেন, এ অবস্থায় ভোট হলে প্রচারণার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও প্রাণঘাতী করোনার কারণে খুলনায় ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।
এব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.: বাসুদেব কুমার দাস বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও সচেতন হওয়া দরকার। বিশেষ করে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, করোনা এখনো জটিল অবস্থায় রয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে অনেকে। তাই সব ধরনের ভিড় এড়িয়ে চলতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৮ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে