
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের অভিযোগ, ২০ মে বরিশালের জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা চলছিল। সভার শেষ দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লোহার রড, লাঠিসোঁটা ও জিআই পাইপ নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, ‘এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই শুনিনি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ দফা দাবি আদায়ে ২০ মে বরিশালে জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের বাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় বিএনপি নেতা-কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে ১০ নেতা-কর্মী আহত হন।
আহতরা হলেন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেনের স্ত্রী মিলি বেগম (৫৫), পুত্র জহিরুল ইসলাম জনি (৩০), আগৈলঝাড়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মানিক ব্যাপারী (৪২), উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন মোল্লা (৪৫), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান (২৮), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খান (৪০), সদস্য মো. পলাশ হোসেন (৩৫), উপজেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সান্টু মোল্লা (৩৮), ছাত্রদলের সদস্য কাইয়ুম সিকদারসহ (১৮) আরও কয়েকজন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিএনপির সভায় কতিপয় যুবক ঢুকে গালিগালাজ করেছে। বড় ধরনের হামলার কোনো আলামত পাওয়া যায়নি।’
এদিকে উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে