প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে শাহিন মুন্সীকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এই ঘটনায় গত ৩ জুলাই আরও দুজনকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন-শাহিনের মা শাহিনুর বেগম ও মামাতো ভাই ইমাম হোসেন। গত ৪ জুলাই গ্রেপ্তার দুজনকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম সিআইডির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, পারিবারিক কলহের জেরে গত ১ জুলাই রাত ১০টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলায় লায়নলের সুতা পেঁচিয়ে হত্যা করেন শাহিন। পরে নয় মাসের শিশু জুঁইকে কান্না করতে দেখে তাকে নিয়ে খালের পানিতে ডুবিয়ে হত্যা করেন তিনি। মা-মেয়েকে বাড়ির পাশে পুঁতে রাখা হয়।
এই ঘটনার দুদিন পর অর্থাৎ ৩ জুলাই মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা পুলিশ। ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়।
মরদেহ উদ্ধারের দিনই (৩ জুলাই) সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে জামাই শাহিন মুন্সী, তাঁর মা শাহিনুর বেগম, মামাতো ভাই ইমাম ও ইমামের শ্যালক রিমনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পাথরঘাটা থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রাম সিআইডির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, স্ত্রী ও সন্তানকে হত্যার চাঞ্চল্যকর বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শাহিন পাথরঘাটা থেকে খুলনাতে তাঁর এক বোনের বাড়িতে চলে যায়। কিন্তু শাহিনের বোন ঘটনাটি জানতে পেরে শাহিনকে আশ্রয় দেননি। পরে শাহিন চট্টগ্রামে চলে যায়। চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুদিন ঘোরাঘুরি করে একটি মোটর গ্যারেজে থাকা খাওয়ার চুক্তিতে কাজ নেয়। সেখান থেকে গত সোমবার বিকেলে সিআইডি পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে।
তোফায়েল হোসেন সরকার জানান, শিগগিরই শাহিনকে পাথরঘাটায় এনে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, এর আগে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় শাহিনকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

বরগুনার পাথরঘাটায় স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে শাহিন মুন্সীকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এই ঘটনায় গত ৩ জুলাই আরও দুজনকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন-শাহিনের মা শাহিনুর বেগম ও মামাতো ভাই ইমাম হোসেন। গত ৪ জুলাই গ্রেপ্তার দুজনকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম সিআইডির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, পারিবারিক কলহের জেরে গত ১ জুলাই রাত ১০টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলায় লায়নলের সুতা পেঁচিয়ে হত্যা করেন শাহিন। পরে নয় মাসের শিশু জুঁইকে কান্না করতে দেখে তাকে নিয়ে খালের পানিতে ডুবিয়ে হত্যা করেন তিনি। মা-মেয়েকে বাড়ির পাশে পুঁতে রাখা হয়।
এই ঘটনার দুদিন পর অর্থাৎ ৩ জুলাই মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা পুলিশ। ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়।
মরদেহ উদ্ধারের দিনই (৩ জুলাই) সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে জামাই শাহিন মুন্সী, তাঁর মা শাহিনুর বেগম, মামাতো ভাই ইমাম ও ইমামের শ্যালক রিমনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পাথরঘাটা থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রাম সিআইডির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, স্ত্রী ও সন্তানকে হত্যার চাঞ্চল্যকর বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শাহিন পাথরঘাটা থেকে খুলনাতে তাঁর এক বোনের বাড়িতে চলে যায়। কিন্তু শাহিনের বোন ঘটনাটি জানতে পেরে শাহিনকে আশ্রয় দেননি। পরে শাহিন চট্টগ্রামে চলে যায়। চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুদিন ঘোরাঘুরি করে একটি মোটর গ্যারেজে থাকা খাওয়ার চুক্তিতে কাজ নেয়। সেখান থেকে গত সোমবার বিকেলে সিআইডি পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে।
তোফায়েল হোসেন সরকার জানান, শিগগিরই শাহিনকে পাথরঘাটায় এনে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, এর আগে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় শাহিনকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে