Ajker Patrika

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি। ছবি: সংগৃহীত
কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর আজকের পত্রিকাকে বলেন, শাহনাজ পারভীনের স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর দুটি সন্তান কলাপাড়া সদরে থাকে। বাড়িতে তিনি একাই ছিলেন। গভীর রাতে ঘরের পেছনের বেড়া কেটে ভেতরে ঢুকে হাত-পা বেঁধে হত্যার পর ডাকাতি করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পারভীনের দেবর শাহআলম গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে তাঁর ভাবিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করেন। এ সময় স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটি ডাকাতি, নাকি চুরি তা তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত