Ajker Patrika

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।

রাজেশের সঙ্গে বেড়াতে আসা বোনজামাই কমল কুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। সকালে সবাই সৈকতে গোসল করতে নামেন। এ সময় রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে কমল কুমার পালসহ অন্যরা ডাকচিৎকার করেন। একপর্যায়ে রাজেশ তলিয়ে যান। পরে ট্যুরিস্ট পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক (এসআই) মো. সবুর মিয়া বলেন, ‘সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে পর্যটক রাজেশ কুমার পালকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মহিপুর থানার পুলিশের কাছে আমরা তাঁর লাশ হস্তান্তর করি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, সমুদ্রে ডুবে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁকে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত