নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেফাউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রেফাউল ইসলাম (৩২) নগরীর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর জানান, গত ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে (১৮) আমির কুটির এলাকায় টিনসেড ভাড়া বাসায় একা রেখে কাজের জন্য বাসা থেকে বের হন তার বাবা-মা। সেই সুযোগে বেলা পৌনে ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে অভিযুক্ত রেফাউল ইসলাম ঘরে প্রবেশ করে তরুণীকে ধর্ষণ করে।
তরুণীর মা দুপুর ১টার দিকে বাসায় ফিরে অভিযুক্ত রেফাউলকে ঘরে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান। তখন রেফাউল দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ওই দিনই কোতোয়ালি মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৮। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রেফাউলের পরিচয় নিশ্চিত হন তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন করা হয়। রেফাউলকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই উপ-অধিনায়ক।

বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেফাউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রেফাউল ইসলাম (৩২) নগরীর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর জানান, গত ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে (১৮) আমির কুটির এলাকায় টিনসেড ভাড়া বাসায় একা রেখে কাজের জন্য বাসা থেকে বের হন তার বাবা-মা। সেই সুযোগে বেলা পৌনে ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে অভিযুক্ত রেফাউল ইসলাম ঘরে প্রবেশ করে তরুণীকে ধর্ষণ করে।
তরুণীর মা দুপুর ১টার দিকে বাসায় ফিরে অভিযুক্ত রেফাউলকে ঘরে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান। তখন রেফাউল দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ওই দিনই কোতোয়ালি মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৮। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রেফাউলের পরিচয় নিশ্চিত হন তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন করা হয়। রেফাউলকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই উপ-অধিনায়ক।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৮ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৩ মিনিট আগে