
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা-কুয়েত মসজিদ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম ঢাকতে রাতের আঁধারে সড়কটিতে তাড়াহুড়া করে পিচ ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ারের দাবি, সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার থেকে কুয়েত মসজিদ পর্যন্ত ২ দশমিক ২২ কিলোমিটার পিচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে। শুরুতেই সড়কটির বেড কেটে স্থানীয় পুকুর ও ডোবা থেকে অবৈধভাবে খনন করে কাদামাটি মেশানো বালু ফেলা হয়। এরপর নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়। রোলার দেওয়ার পর এসব ইট ও খোয়া গুঁড়াগুঁড়া হয়ে যায়।
এলাকাবাসীর দাবি, অনিয়মের বিষয়টি তাঁরা মৌখিকভাবে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে এলাকাবাসী প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরং গত দুই রাতের আঁধারে তড়িঘড়ি করে সড়কটিতে পিচ ঢালাই করা হয়।
গত বুধবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি নির্মাণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম হয়েছে। বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি মেশানো বালু। এরপর ইট দেওয়া হয়েছে নিম্নমানের। খোয়াও ছিল বাজে।
স্থানীয় বাসিন্দা মো. সুমন ও মোতাহার মোল্লা বলেন, ‘গত দুই দিন সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হয়।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠান মহিউদ্দিন আজাদ অ্যান্ড জেবির প্রতিনিধি এনামুল হক বলেন, ‘কোনো অনিয়ম হয়নি। শিডিউল মেনে কাজ করা হয়েছে। যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন। সড়কটির নির্মাণসামগ্রী ভালো মানের ছিল।’
প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে হয়েছে, না দিনে হয়েছে—সেটা বড় কথা না। বড় কথা হলো সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ সত্য নয়।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, ‘রাতের আঁধারে কাজের বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা-কুয়েত মসজিদ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম ঢাকতে রাতের আঁধারে সড়কটিতে তাড়াহুড়া করে পিচ ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ারের দাবি, সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার থেকে কুয়েত মসজিদ পর্যন্ত ২ দশমিক ২২ কিলোমিটার পিচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে। শুরুতেই সড়কটির বেড কেটে স্থানীয় পুকুর ও ডোবা থেকে অবৈধভাবে খনন করে কাদামাটি মেশানো বালু ফেলা হয়। এরপর নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়। রোলার দেওয়ার পর এসব ইট ও খোয়া গুঁড়াগুঁড়া হয়ে যায়।
এলাকাবাসীর দাবি, অনিয়মের বিষয়টি তাঁরা মৌখিকভাবে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে এলাকাবাসী প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরং গত দুই রাতের আঁধারে তড়িঘড়ি করে সড়কটিতে পিচ ঢালাই করা হয়।
গত বুধবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি নির্মাণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম হয়েছে। বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি মেশানো বালু। এরপর ইট দেওয়া হয়েছে নিম্নমানের। খোয়াও ছিল বাজে।
স্থানীয় বাসিন্দা মো. সুমন ও মোতাহার মোল্লা বলেন, ‘গত দুই দিন সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হয়।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠান মহিউদ্দিন আজাদ অ্যান্ড জেবির প্রতিনিধি এনামুল হক বলেন, ‘কোনো অনিয়ম হয়নি। শিডিউল মেনে কাজ করা হয়েছে। যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন। সড়কটির নির্মাণসামগ্রী ভালো মানের ছিল।’
প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে হয়েছে, না দিনে হয়েছে—সেটা বড় কথা না। বড় কথা হলো সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ সত্য নয়।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, ‘রাতের আঁধারে কাজের বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে