ভোলা প্রতিনিধি

ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত থেকে ভোলা-চরফ্যাশন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশা ভাঙচুর করছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকার বাসিন্দা, বাসশ্রমিক ও আটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজের সঙ্গে একটি সিএনজিচালিত আটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাসের চালক জাকিরের সঙ্গে অটোচালক হাসানের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোচালকদের মধ্যে শহরের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে কমরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। বাসশ্রমিকেরা অতর্কিতভাবে শহরের পাঁচটি স্পটে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করে।’ তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।

পাল্টা অভিযোগ করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘কমরউদ্দিন এলাকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। এর বিচার না হওয়া পর্যন্ত আজ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।’ একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভোলা সদর মডেল থানার ওসির নেতৃত্বে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত থেকে ভোলা-চরফ্যাশন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশা ভাঙচুর করছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকার বাসিন্দা, বাসশ্রমিক ও আটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার কমরউদ্দিন এলাকায় যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজের সঙ্গে একটি সিএনজিচালিত আটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে ওই বাসের চালক জাকিরের সঙ্গে অটোচালক হাসানের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোচালকদের মধ্যে শহরের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে কমরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। বাসশ্রমিকেরা অতর্কিতভাবে শহরের পাঁচটি স্পটে অন্তত ১৫টি অটোরিকশা ভাঙচুর করে।’ তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবি করেন।

পাল্টা অভিযোগ করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘কমরউদ্দিন এলাকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। এর বিচার না হওয়া পর্যন্ত আজ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে।’ একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ভোলা সদর মডেল থানার ওসির নেতৃত্বে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে