নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’
উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’
উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৩ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে