Ajker Patrika

সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্রের (ড্রেজার) মাধ্যমে বালু উত্তোলন করায় ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করে পুলিশ। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। 

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কেশবপুরের নাসির হাওলাদার (৪৭), পটুয়াখালীর কেশবপুরের আ. রহিম হাওলাদর (৫০), নেছারাবাদের কদমবয়া গ্রামের ইমাম হোসেন (২২), নেছারাবাদের সুজন (১৯), বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের নাজমুল হাওলাদার (২৪) এবং বদরগঞ্জের সাতবুনিয়া গ্রামের রাসেল হাওলাদার (২১)। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ‘রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।’ 

তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, আটক ছয়জনকে বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে তিন মাস এবং বাকিদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত