নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে। বিগত সরকারের সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়ে পরে, যা বেকারত্বের হারকে ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি পুরোপুরি মেরামত করতে পারলে সরকার মেগা প্রকল্পের দিকে নজর দেবে। সরকার উন্নয়ন কার্যক্রমের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও কাজ করছে।
আজ মঙ্গলবার বরিশাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২: জেলা ও উপজেলা পর্যায়ের ফলাফল শীর্ষক প্রচার ও তথ্য উপস্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, বরিশালের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতা তৈরি ও পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়া, নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জমির উর্বরতা কমে যাওয়া এবং কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। তিনি জানান, সরকার কৃষির সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। শিক্ষিত ও দক্ষ লোকেরা কৃষিতে মনোনিবেশ করলে বেকারত্ব কমার পাশাপাশি শস্যের উৎপাদন বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্পায়নের জন্য যোগাযোগব্যবস্থার উন্নতি করা অত্যন্ত জরুরি। বরিশালকে শিল্পসমৃদ্ধ করে গড়ে তুলতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়ক প্রকল্প জরুরি ভিত্তিতে অনুমোদন দিয়েছে সরকার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।
এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বরিশাল বিভাগের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বরত ও উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে। বিগত সরকারের সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়ে পরে, যা বেকারত্বের হারকে ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি পুরোপুরি মেরামত করতে পারলে সরকার মেগা প্রকল্পের দিকে নজর দেবে। সরকার উন্নয়ন কার্যক্রমের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও কাজ করছে।
আজ মঙ্গলবার বরিশাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২: জেলা ও উপজেলা পর্যায়ের ফলাফল শীর্ষক প্রচার ও তথ্য উপস্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, বরিশালের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতা তৈরি ও পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়া, নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জমির উর্বরতা কমে যাওয়া এবং কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। তিনি জানান, সরকার কৃষির সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। শিক্ষিত ও দক্ষ লোকেরা কৃষিতে মনোনিবেশ করলে বেকারত্ব কমার পাশাপাশি শস্যের উৎপাদন বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্পায়নের জন্য যোগাযোগব্যবস্থার উন্নতি করা অত্যন্ত জরুরি। বরিশালকে শিল্পসমৃদ্ধ করে গড়ে তুলতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়ক প্রকল্প জরুরি ভিত্তিতে অনুমোদন দিয়েছে সরকার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।
এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বরিশাল বিভাগের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বরত ও উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে