
পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় মাঠে হয় এ অনুষ্ঠান। ছুটির দিনে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ছিল পবিত্র শবে বরাতের সরকারি ছুটি। ছুটির মধ্যেই কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের নাম প্রধান অতিথি হিসেবে লেখা থাকলেও তিনি উপস্থিত হননি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশূ ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সালেহ উদ্দিন পিকুর নাম থাকলেও তাঁরা কেউই উপস্থিত ছিলেন না।
তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন মো. শফিকুজ্জামান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, ‘আজ সরকারি ছুটির কথা প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। গভীর রাত পর্যন্ত পবিত্র শবে বরাতের ইবাদত করেছি। পরের দিন ক্রীড়া প্রতিযোগিতা। একরকম চোখে ঘুম নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছি।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজাদ খানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কী একটা বিব্রতকর অবস্থা। এঁদের এতটুকু জ্ঞান নাই যে, আজ সরকারি বন্ধের দিন। কীভাবে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় মাঠে হয় এ অনুষ্ঠান। ছুটির দিনে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ছিল পবিত্র শবে বরাতের সরকারি ছুটি। ছুটির মধ্যেই কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের নাম প্রধান অতিথি হিসেবে লেখা থাকলেও তিনি উপস্থিত হননি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশূ ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সালেহ উদ্দিন পিকুর নাম থাকলেও তাঁরা কেউই উপস্থিত ছিলেন না।
তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন মো. শফিকুজ্জামান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, ‘আজ সরকারি ছুটির কথা প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। গভীর রাত পর্যন্ত পবিত্র শবে বরাতের ইবাদত করেছি। পরের দিন ক্রীড়া প্রতিযোগিতা। একরকম চোখে ঘুম নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছি।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজাদ খানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কী একটা বিব্রতকর অবস্থা। এঁদের এতটুকু জ্ঞান নাই যে, আজ সরকারি বন্ধের দিন। কীভাবে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৭ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে