
বরিশালের মুলাদীতে অবৈধ ড্রেজার ও বালুর জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌ-পুলিশের বিরুদ্ধে। অনৈতিক সুবিধা নিয়ে ড্রেজার ও দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়ন্তী নদীপাড়ের বাসিন্দারা।
তবে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাঙন এলাকায় বালু তোলায় ড্রেজার ও জাহাজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালুভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ-পুলিশ। ওই সময় দুজনকে আটকও করা হয়। কিন্তু জব্দ করা জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়িতে না নিয়ে পথেই ছেড়ে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কায়েতমারা ও চরমালিয়া এলাকায় জয়ন্তী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে জিও ব্যাগ ফেলছে। ব্যবসায়ীরা ওই এলাকা থেকে বালু তোলায় ভাঙন রোধের কাজ ব্যাহত হচ্ছিল। বালু তোলার বিষয়টি প্রশাসনকে জানালে গতকাল বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ-পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ দুইজনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটকদের ফাঁড়িতে নেওয়ার পথে ছেড়ে দেয়।
সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙন বেড়েছে। বালু তোলার সময় পুলিশ হাতেনাতে ড্রেজার ও দুটি জাহাজ জব্দ করে অনৈতিক সুবিধা নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও নৌ-পুলিশ সুপারকে জানানো হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজারসহ কাউকে আটক করা হয়নি। কায়েতমারা এলাকা ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। সেখান থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ও জাহাজ দুটি তাড়িয়ে দেওয়া হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে