Ajker Patrika

জব্দ করা ‘অবৈধ’ ড্রেজার-জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ নৌ-পুলিশের বিরুদ্ধে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৬: ০২
জব্দ করা ‘অবৈধ’ ড্রেজার-জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ নৌ-পুলিশের বিরুদ্ধে

বরিশালের মুলাদীতে অবৈধ ড্রেজার ও বালুর জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌ-পুলিশের বিরুদ্ধে। অনৈতিক সুবিধা নিয়ে ড্রেজার ও দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়ন্তী নদীপাড়ের বাসিন্দারা। 

তবে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাঙন এলাকায় বালু তোলায় ড্রেজার ও জাহাজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে। 

গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালুভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ-পুলিশ। ওই সময় দুজনকে আটকও করা হয়। কিন্তু জব্দ করা জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়িতে না নিয়ে পথেই ছেড়ে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শী সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কায়েতমারা ও চরমালিয়া এলাকায় জয়ন্তী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে জিও ব্যাগ ফেলছে। ব্যবসায়ীরা ওই এলাকা থেকে বালু তোলায় ভাঙন রোধের কাজ ব্যাহত হচ্ছিল। বালু তোলার বিষয়টি প্রশাসনকে জানালে গতকাল বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ-পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ দুইজনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটকদের ফাঁড়িতে নেওয়ার পথে ছেড়ে দেয়। 

সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙন বেড়েছে। বালু তোলার সময় পুলিশ হাতেনাতে ড্রেজার ও দুটি জাহাজ জব্দ করে অনৈতিক সুবিধা নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও নৌ-পুলিশ সুপারকে জানানো হয়েছে। 

এ বিষয়ে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজারসহ কাউকে আটক করা হয়নি। কায়েতমারা এলাকা ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। সেখান থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ও জাহাজ দুটি তাড়িয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত