মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে অবৈধ ড্রেজার ও বালুর জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌ-পুলিশের বিরুদ্ধে। অনৈতিক সুবিধা নিয়ে ড্রেজার ও দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়ন্তী নদীপাড়ের বাসিন্দারা।
তবে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাঙন এলাকায় বালু তোলায় ড্রেজার ও জাহাজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালুভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ-পুলিশ। ওই সময় দুজনকে আটকও করা হয়। কিন্তু জব্দ করা জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়িতে না নিয়ে পথেই ছেড়ে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কায়েতমারা ও চরমালিয়া এলাকায় জয়ন্তী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে জিও ব্যাগ ফেলছে। ব্যবসায়ীরা ওই এলাকা থেকে বালু তোলায় ভাঙন রোধের কাজ ব্যাহত হচ্ছিল। বালু তোলার বিষয়টি প্রশাসনকে জানালে গতকাল বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ-পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ দুইজনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটকদের ফাঁড়িতে নেওয়ার পথে ছেড়ে দেয়।
সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙন বেড়েছে। বালু তোলার সময় পুলিশ হাতেনাতে ড্রেজার ও দুটি জাহাজ জব্দ করে অনৈতিক সুবিধা নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও নৌ-পুলিশ সুপারকে জানানো হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজারসহ কাউকে আটক করা হয়নি। কায়েতমারা এলাকা ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। সেখান থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ও জাহাজ দুটি তাড়িয়ে দেওয়া হয়েছে।

বরিশালের মুলাদীতে অবৈধ ড্রেজার ও বালুর জাহাজ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌ-পুলিশের বিরুদ্ধে। অনৈতিক সুবিধা নিয়ে ড্রেজার ও দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়ন্তী নদীপাড়ের বাসিন্দারা।
তবে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাঙন এলাকায় বালু তোলায় ড্রেজার ও জাহাজ দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালুভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ-পুলিশ। ওই সময় দুজনকে আটকও করা হয়। কিন্তু জব্দ করা জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়িতে না নিয়ে পথেই ছেড়ে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কায়েতমারা ও চরমালিয়া এলাকায় জয়ন্তী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেখানে জিও ব্যাগ ফেলছে। ব্যবসায়ীরা ওই এলাকা থেকে বালু তোলায় ভাঙন রোধের কাজ ব্যাহত হচ্ছিল। বালু তোলার বিষয়টি প্রশাসনকে জানালে গতকাল বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ-পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ দুইজনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটকদের ফাঁড়িতে নেওয়ার পথে ছেড়ে দেয়।
সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙন বেড়েছে। বালু তোলার সময় পুলিশ হাতেনাতে ড্রেজার ও দুটি জাহাজ জব্দ করে অনৈতিক সুবিধা নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বরিশাল জেলা প্রশাসক ও নৌ-পুলিশ সুপারকে জানানো হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজারসহ কাউকে আটক করা হয়নি। কায়েতমারা এলাকা ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। সেখান থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ও জাহাজ দুটি তাড়িয়ে দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে