নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেঘনা নদীতে কার্গো জাহাজ বা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন আজ শুক্রবার সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারকারী সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল। তিনি বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাঁদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে তাঁরা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধাকারী কোনো লঞ্চে উঠে গেছেন।
ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকে যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত নিদারুণ কষ্ট ভোগ করতে হয়েছে তাঁদের।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।

মেঘনা নদীতে কার্গো জাহাজ বা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন আজ শুক্রবার সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারকারী সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল। তিনি বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাঁদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে তাঁরা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধাকারী কোনো লঞ্চে উঠে গেছেন।
ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকে যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত নিদারুণ কষ্ট ভোগ করতে হয়েছে তাঁদের।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে