Ajker Patrika

আগৈলঝাড়ায় পুলিশকে পেটানো সেই ছাত্রলীগ নেতাসহ ৩ জনের জামিন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় পুলিশকে পেটানো সেই ছাত্রলীগ নেতাসহ ৩ জনের জামিন

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দুই যুবলীগ নেতার জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে বরিশাল আদালতে জামিন আবেদন করা হলে আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আসামির পক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস। 

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন—আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক (৪৩), যুবলীগ নেতা জিয়া ফড়িয়া (৩৫) ও জহিরুল পাইক (৩৮)। 

আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনার মামলায় গত ৮ এপ্রিল রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগ নেতা জিয়া ফড়িয়া ও জহিরুল পাইককে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ এপ্রিল সকালে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

ওই মামলায় আরও আসামি করা হয় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ পাইক, বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর পাইক, বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাইক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সান্টু ফকির ও রুহুল ফড়িয়া। তাঁরা বর্তমানে পলাতক রয়েছে। 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় পুলিশ সদস্য ভূদেব বিশ্বাস সমন জারি শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাকির পাইকসহ ৮-১০ জন মিলে পুলিশ সদস্য ভূদেব বিশ্বাসকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ সদস্য ভূদেব বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত