নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের বাসায় হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে নগরের কালুশাহ সড়কস্থ মেয়রের বাসায় বিএনপির একদল কর্মী এ হামলায় চালিয়ে ওই বাসার জানালার গ্লাস ভেঙে ফেলে এবং গেটে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ।
একই সময়ে পার্শ্ববর্তী ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসভবনেও হামলার অভিযোগ উঠেছে। তবে বিএনপি দাবি করেছে, দুটি বাসাতেই ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠক হওয়ার খবরে তা প্রতিহত করা হয়েছে।
নগরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামজিদুল কবির বাবু বলেন, সকাল সোয়া ১০টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে বিএনপির একদল কর্মী তাঁর কালুশাহ সড়কস্থ বাসভবনের গেটে পিটায়। পাশের টিনশেড কার্যালয় ভাঙচুর করে ক্ষতি করেন তাঁরা। একই ওয়ার্ডে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালিয়ে চার-পাঁচটি জানালার গ্লাস ভাঙচুর করেন। তাঁরা ওই বাসার গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। যদিও ওই বাসায় বর্তমানে মেয়র খোকন ছিলেন না।
তিনি বলেন, বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘১৫ আগস্টের কর্মসূচি করার জন্য কাউন্সিলর বাবু ও মেয়রের বাসায় কিছু লোক সভা করেছিল। তাদের কাছে তথ্য ছিল সেখানে নাশকতামূলক কিছু হতে পারে। এই খবর পেয়ে আমাদের নেতা–কর্মী ও ছাত্র–জনতা সেখানে গিয়ে ওই পরিকল্পনা পণ্ড করে দিয়েছে।’
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়র খোকনের বাসায় একদল যুবক ইটপাটকেল মেরেছে। একই এলাকায় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসায়ও যুবকেরা জড়ো হয়েছিল। দুটি স্থানেই পুলিশ ফোর্স পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের বাসায় হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে নগরের কালুশাহ সড়কস্থ মেয়রের বাসায় বিএনপির একদল কর্মী এ হামলায় চালিয়ে ওই বাসার জানালার গ্লাস ভেঙে ফেলে এবং গেটে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ।
একই সময়ে পার্শ্ববর্তী ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসভবনেও হামলার অভিযোগ উঠেছে। তবে বিএনপি দাবি করেছে, দুটি বাসাতেই ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠক হওয়ার খবরে তা প্রতিহত করা হয়েছে।
নগরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামজিদুল কবির বাবু বলেন, সকাল সোয়া ১০টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে বিএনপির একদল কর্মী তাঁর কালুশাহ সড়কস্থ বাসভবনের গেটে পিটায়। পাশের টিনশেড কার্যালয় ভাঙচুর করে ক্ষতি করেন তাঁরা। একই ওয়ার্ডে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালিয়ে চার-পাঁচটি জানালার গ্লাস ভাঙচুর করেন। তাঁরা ওই বাসার গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। যদিও ওই বাসায় বর্তমানে মেয়র খোকন ছিলেন না।
তিনি বলেন, বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘১৫ আগস্টের কর্মসূচি করার জন্য কাউন্সিলর বাবু ও মেয়রের বাসায় কিছু লোক সভা করেছিল। তাদের কাছে তথ্য ছিল সেখানে নাশকতামূলক কিছু হতে পারে। এই খবর পেয়ে আমাদের নেতা–কর্মী ও ছাত্র–জনতা সেখানে গিয়ে ওই পরিকল্পনা পণ্ড করে দিয়েছে।’
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়র খোকনের বাসায় একদল যুবক ইটপাটকেল মেরেছে। একই এলাকায় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুর বাসায়ও যুবকেরা জড়ো হয়েছিল। দুটি স্থানেই পুলিশ ফোর্স পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে