
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের মুশরী লালবাহাদুর শাস্ত্রী প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আল আমিনের বাড়ি বরগুনার আমতলীতে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রী প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউএনও আল আমিন মারা গেছেন।
স্থানীয় সূত্র জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টারের একমাত্র ছেলে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন।
গত ৬ জুন ১৫ দিনের প্রশিক্ষণে ভারতে যান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণরত অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিনের অকাল মৃত্যুতে এলাকা ও পরিবারের মধ্যে শোকের ছাড়া নেমে আসে।
তার তানিশা ও আনিশা নামে জমজ কন্যা শিশু রয়েছে। খবর পেয়েই আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম মরহুমের গ্রামের বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও আল আমিন আমার এলাকার কৃতি সন্তান। তার এমন অকাল মৃত্যু সবাইকে ব্যথিত করেছে।’

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে